সাধারণ বিজ্ঞানের জিকে প্রশ্নোত্তর পর্ব - ২ | General Science Questions And Answers Part - 2

সাধারণ বিজ্ঞানের জিকে প্রশ্নোত্তর পর্ব - ৩ | General Science Questions And Answers Part - 3

1. সোডিয়াম কার্বনেট এর জলীয় দ্রবণ হলো -

উঃ ক্ষারীয় দ্রবণ

2. জলে সবচেয়ে কম দ্রবীভূত হয় যে গ্যাস সেটি হল -

উঃ হাইড্রোজেন ক্লোরাইড

3. খাদ্য শৃংখল এর শক্তির প্রবাহ কিরূপ ?

উঃ একমুখী

4. অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় কোন আকরিক থেকে ?

উঃ বক্সাইট

5. কার্বনকে বায়ুর সংস্পর্শে পোড়ালে

উঃ তাপের উদগীরণ হয়

6. কোন অমেরুদন্ডী প্রাণীর রক্ত রঞ্জক নেই ?

উঃ চিংড়ি

7. আর্কিওপ্টেরিক্স হল

উঃ পাখির জীবাশ্ম

8. হিমোসায়ানিন একটি ___ প্রোটিন

উঃ তাম্র ঘটিত

9. মানুষের জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা -

উঃ 23 জোড়া

10. বংশগতি বিজ্ঞানের জনক কে ?

উঃ মেন্ডেল

11. সংকর ধাতু জার্মান সিলভার এ আছে -

উঃ তামা, দস্তা, নিকেল

12. ভিটামিন-সি আবিষ্কার করেন

উঃ অ্যালবার্ট জেন্ট

13. ডেভিল মাছ কোন প্রাণীকে বলা হয়

উঃ অক্টোপাস

14. জীবনের ভৌত ভিত্তি হলো

উঃ প্রোটোপ্লাজম

15. অগ্নিনির্বাপক যন্ত্রে কি গ্যাসের ব্যবহার আছে ?

উঃ CO2

16. রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবজনিত কারণে ?

উঃ Vit - A

17. সবচেয়ে হালকা ধাতু কোনটি ?

উঃ লিথিয়াম

18. বৈদ্যুতিক একক কী ?

উঃ ওয়াট

19. বাষ্প ইঞ্জিন কে আবিস্কার করেন ?

উঃ জেমস ওয়াট

20. সূর্যের শক্তি উত্পন্ন হয় কোন পদ্ধতিতে ?

উঃ পরমানু ফিউশন

21. বিদ্যুৎ পরিবাহকের রোধের একক কী ?

উঃ ওহম

22. পারমানবিক বোমা কে আবিস্কার করেন ?

উঃ ওপেন হেমার

23. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কী ?

উঃ সিসমোগ্রাফ

24. বৃষ্টির ফোটা গোলাকার হওয়ার কারণ কী ?

উঃ ফোটার চারদিকে বাতাসের সমান চাপ

25. মহাজাগতিক রশ্মি কে আবিস্কার করেন ?

উঃ রাদারফোর্ড

26. রঙ্গিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় তাকে কী বলে ?

উঃ গামা রশ্মি

27. দুধের ঘনত্ব কোন যন্ত্র দিয়ে মাপা হয় ?

উঃ ল্যাকটোমিটার

28. শুষ্ক কোষে তড়িত চালক শক্তি কত ?

উঃ ১.৫ ভোল্ট

29. পেনিসিলিন কে আবিস্কার করেন ?

উঃ আলেকজান্ডার ফ্লেমিং

30. আধুনিক কম্পিউটার কে আবিস্কার করেন ?

উঃ চার্লস ব্যাবেজ

31. রেলওয়ে ইঞ্জিন কে আবিস্কার করেন ?

উঃ স্টিফেনসন

32. চুম্বুকের আকর্ষণ সবচেয়ে বেশী কোথায় ?

উঃ মেরু বিন্দুতে

33. টেলিভিশন কে আবিস্কার করেন ?

উঃ জন এল বেয়ার্ড