Online GK Mock Test for Kolkata Police 2021 Part - 18 | অনলাইন জিকে মকটেস্ট কলকাতা পুলিশ ২০২১ পর্ব – ১৮

Online GK Mock Test for Kolkata Police 2021 Part - 18 | অনলাইন জিকে মকটেস্ট কলকাতা পুলিশ ২০২১ পর্ব – ১৮ – এই পর্বে ১৫ টি প্রশ্ন দেওয়া হয়েছে, তোমরা সবাই মক টেস্ট দাও। এতে বুঝতে পারবে কতটা প্রস্তুতি হয়েছে ।

1. দুটি সংখ্যার অনুপাত 5:7 তাদের লসাগু 105 বড় সংখ্যাটি কত ?

21
15
35
45

2. কোষের শক্তিঘর কাকে বলে ?

মাইটোকনড্রিয়া
রাইবোজোম
গলগী বডি
কোনোটিই নয়

3. গ্লুকোমা রোগ দেহের কোন অংশের সঙ্গে যুক্ত ?

স্তন
চামড়া
চোখ
গলা

4. টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ?

গলফ
ক্রিকেট
ফুটবল
পোলো

5. Choose the appropriate word to fill in the blanks :

☛ I go _______ swim every morning.

To
For
At
In

6. যদি 80 জন লোকে দৈনিক 6 ঘন্টা করে কাজ করে একটি কাজ 16 দিনে শেষ করে তাহলে 64 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করলে 15 দিনে কাজটি শেষ করবে ?

7 ঘন্টা
8 ঘন্টা
5 ঘন্টা
6 ঘন্টা

7. গ্যাস পাওয়া যায় —

জৈব বর্জ্য থেকে
তেলের খনি থেকে
পেট্রোলিয়াম থেকে
কোনোটিই নয়

8. কাঁচা লঙ্কায় কোন ভিটামিন থাকে ?

ভিটামিন A
ভিটামিন B
ভিটামিন C
ভিটামিন D

9. ভিনিগার আসলে কি ?

ম্যালিক অ্যাসিড
অ্যাসিটিক অ্যাসিড
সাইট্রিক অ্যাসিড
পাইরাভিক অ্যাসিড

10. সরল করুন : 5–[4–{3–(3–3–6)}]

10
6
4
0

11. আলোক তড়িৎ সূত্র কে আবিষ্কার করেন ?

গ্যালিলিও
আইনস্টাইন
মর্লি
মাইকেলসন

12. দুটি ট্রেনের গতিবেগের অনুপাত 7:8। যদি দ্বিতীয় ট্রেনটির 400 কিমি যেতে সময় লাগে 5 ঘন্টা, তবে প্রথম ট্রেনের গতিবেগ কত ?

60 km/h
70 km/h
75 km/h
80 km/h

13. নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত ?

7
8
9
10

14. গ্রীন হাউস গ্যাস কোনটি ?

হাইড্রোজেন
নাইট্রোজেন
কার্বন ডাই অক্সাইড
মিথেন

15. কলমের সাহায্যে উদ্ভিদের জনন হল —

যৌন জনন
অযৌন জনন
প্রাকৃতিক অঙ্গজ জনন
কৃত্রিম অঙ্গজ জনন