Online GK Mock Test In Bengali For WBP 2021 Part - 15

নমস্কার সকলকে, আজকের কুইজ টি WBP উপর Online Mock Test In Bengali এর 15 নম্বর পর্বে। এই কুইজ টেস্ট পর্বে 20 টি প্রশ্ন আছে, কোনো সময় ধার্য নেই। এই Quiz Test এ Grade সিস্টেম আছে, যথা AA Grade, A Grade, B Grade, ও C গ্রেড, যদি তোমরা A পেয়ে থাকো এই Test টিতে তাহলে তোমাদের প্রস্তুতি ঠিক চলছে, যদি তোমরা B পেয়ে থাকো তবে তোমাদের প্রস্তুতি আরো বাড়াতে হবে এবং যদি তোমরা C পেয়ে থাকো তবে তোমরা কোনো চাকরী পরীক্ষার জন্য প্রস্তুতি নও। আশা করছি তোমরা সবাই AA এই পাবে, এবং সম্পূর্ণরূপে সফল হবেই। তাহলে চলো দেরি না করে এই কুইজ প্রতিযোগিতাই অংশ গ্রহণ করে কে কত পেয়েছো সেটা আমাদের "Telegram" চ্যানেল "AskMore.In :: Online Job Exam Preparation" - এ জানাও।

1. প্রথম ভারতীয় বিশ্ব সুন্দরী হলেন –

বাচেন্দ্রী পাল
চন্দ্রমুখী বসু
রীতা ফারিয়া
শ্রীমতী বিজয় লক্ষ্মী পণ্ডিত

2. কোশল মহাজনপদের রাজধানী কোথায় ছিল?

তক্ষশীলা
বৈশালী
শ্রাবস্তী
রাজপুর

3. রাধামোহন কাপ কোন খেলার সাথে যুক্ত ?

পোলো
হকি
ফুটবল
গল্ফ

4. কাকে "ভারতের নেপোলিয়ন" বলা হয় ?

অশোক
ধর্মপাল
চন্দ্রগুপ্ত মৌর্য
সমুদ্রগুপ্ত

5. শব্দের তীব্রতা মাপতে কোন একক ব্যবহার করা হয় ?

ডেসিমেল
মিলিমিটার
ওহম
ডেসিবেল

6. অস্ট্রেলিয়ান ওপেন ইতালিয়ান ওপেন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?

লন টেনিস
দাবা
ফুটবল
হকি

7. দাদা সাহেব ফালকে পুরস্কার ২০২১ এর Best Actor কে?

শাহরুখ খান
সালমান খান
অক্ষয় কুমার
ববি দেওল

8. সাত পাহাড়ের দেশ কাকে বলা হয়?

সানফ্রান্সিসকো
মায়ানমার
রোম
দক্ষিণ ভারত

9. Safe Pay মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন পেমেন্ট ব্যাঙ্ক?

AIRTEL PAYMENTS BANK
PAYTM PAYMENTS BANK
HDFC BANK
JIO PAYMENTS BANK

10. ইরানের মুদ্রা হল -

লিরা
পেসো
দিনার
রিয়াল

11. শিপ্রা যোশী কোন খেলার সঙ্গে যুক্ত?

টেবিল টেনিস
ক্রিকেট
অ্যাথলেটিক্স
জিমন্যাস্টিক্স

12. পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতাকে বলা হয় ?

অভিব্যক্তি
অভিযোজন
পরিব্যক্তি
কোনোটিই নয়

13. নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?

দাদাভাই
বাণভট্ট
সুনন্দ
অবধূত

14. সম্প্রতি দিল্লি সরকার কতগুলি electric vehicle চার্জিং পয়েন্ট স্থাপন করার ঘোষণা করেছে?

৪৩৫ টি
৩৬৭ টি
৪৫০ টি
৫০০ টি

15. নদীর কোন গতিপথে মিয়েন্ডার গঠিত হয়?

মধ্য বা উপত্যকা প্রবাহে
নিম্ন বা সমভূমি
উচ্চ বা পার্বত্য প্রবাহে
কোনোটিই নয়

16. অশোকের রাজ্যাভিষেক হয়?

খ্রিস্টপূর্ব ২৬৯
খ্রিস্টপূর্ব ২৪৫
খ্রিস্টপূর্ব ২৫৫
খ্রিস্টপূর্ব ২৬২

17. সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন?

মুজিবুর রহমান
আবুল হাসান
নিহাল রডরিগো
এদের কেউই নন

18. ভারতবর্ষের প্রথম অস্কার পুরস্কার বিজয়ী?

রবীন্দ্রনাথ ঠাকুর
সুকুমার সেন
সত্যজিৎ রায়
রাজা হরিশচন্দ্র

19. A nation in making— গ্রন্থটির রচয়িতা কে?

স্বামী বিবেকানন্দ
রাজা রামমোহন রায়
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
এদের কেউই নন

20. গুগলি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?

হকি
লন টেনিস
ফুটবল
ক্রিকেট