Online RRB Mock test | বাংলা কুইজ | Part - 24

Online RRB Mock test | বাংলা কুইজ | Part - 24

1. ভারতের কোন শহরে ভূগর্ভস্থ রেল প্রথম চলাচল শুরু হয় ?

মুম্বাই
দিল্লি
কোলকাতা
চেন্নাই

2. কোন বিজ্ঞানী স্মল পক্স বা গুটি বসন্তের টীকা আবিষ্কার করেন ?

এডওয়ার্ড জেনার
ফ্রান্সিস বেকন
হেনরি ফিল্ডিং
মেরি শ‍্যালি

3. রাজাবলী গ্রন্থের রচয়িতা কে ?

মৃত‍্যুঞ্জয় বিদ‍্যালঙ্কার
দীনেশ দাস
ঘনরাম চক্রবর্তী
কালিপ্রসন্ন সিংহ

4. বাবর কত সালে মারা যান?

২৬ ডিসেম্বর ১৫৩০ সালে
১১ অক্টোবর ১৫৪৩ সালে
২ ফেব্রুয়ারি ১৫৬৭ সালে
২২ জনুয়ারি ১৫২৮ সালে

5. রাওলাট আইন কত সালে পাশ হয় ?

1917
1919
1921
1923

6. হিমালয়ের রানী কাকে বলা হয় ?

কাশ্মীরকে
দেরাদূন কে
লাদাখ কে
মুসৌরিকে

7. গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি কে ধারণ করেন ?

শিবাজী
গোপাল
ধর্মপাল
শশাঙ্ক

8. নিম্নের কোনটি প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে ?

সুষুন্মাকান্ড
বৃক্ক
হৃৎপিন্ড
ফুসফুস

9. ভারতের বৃহত্তম জাতীয় উদ‍্যান কোনটি ?

জিম করবেট
বক্সা
হেমিস
সুন্দরবন

10. শিবনাথ নদীটি কোন নদীর উপনদী ?

গঙ্গা
যমুনা
মহানদী
দামোদর

11. এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় ভারতের কোন রাজ‍্যকে ?

উত্তরপ্রদেশ
মধ্যপ্রদেশ
অন্ধ্রপ্রদেশ
অরুনাচল প্রদেশ

12. নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় কোথা থেকে ?

স্টকহোম
জেনেভা
ওসলো
ব্রাসেলস

13. সাবরি নদীটি কোথা থেকে উৎপত্তি লাভ করেছে ?

পূর্বঘাট পর্বতমালা
নৈনিতাল
আরাবল্লি পর্বত
তিব্বত

14. গৌতম বুদ্ধ কোথায় ধর্মচক্র প্রবর্তন করেছিলেন ?

বৈশালীতে
অমৃতস্বরে
কপিলাবস্তুতে
সারনাথে

15. মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার ?

প্রথম শ্রেণীর
দ্বিতীয় শ্রেণীর
তৃতীয় শ্রেণীর
কোনটাই নয়

16. সরিষ্কা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ?

গুজরাট
রাজস্থান
কেরালা
তামিলনাড়ু

17. পৈঠানি শাড়ি সঙ্গে ময়ূরের ছবি কোন রাজ্যে বিখ্যাত ?

মহারাষ্ট্র
উত্তর প্রদেশ
ওড়িশা
গুজরাট

18. নীল কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?

১৮৬৩ সালে
১৮৫৮ সালে
১৮৪৯ সালে
১৮৬০ সালে

19. অসহযোগ আন্দোলন শুরু হয় কত সালে ?

১৯১৬
১৯১৯
১৯২০
১৯২২

20. শিখ ধর্মের প্রবর্তক কে ?

চৈতন্য দেব
কবীর গুরু
অর্জুন সিং
গুরু নানক