Railway Group D Online Mocktest In Bengali Part - 7

1. কোনটি বেশি মারাত্মকভাবে দগ্ধ করে?

আগুন
গরম জল
বাষ্প
কোনটাই নয়

2. অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর কে ?

মীরা কুমার
রিতা ফারিয়া
সাক্ষী মালিক
কোনটাই নয়

3. মধ্যপ্রদেশের কোন কবিকে ভারতের শেক্সপিয়ার বলা হয় ?

কালিদাস
হুমায়ুন
দুজনকেই
কোনটাই নয়

4. 1878 সালে দেশীয় সংবাদপত্র আইন বাতিল করেন কে ?

লর্ড রিপন
লর্ড কার্জন
বলা যাবে না
কোনটাই নয়

5. সম্প্রতি কে ভারতের ক্রীড়া মন্ত্রী হিসাবে নিযুক্ত ছিলেন?

রাজ্যবর্ধন সিং রাঠোর
অনিল কুমলে
গৌতম গম্ভীর
কোনটাই নয়

6. sa নোড ও av নোড কিসের সাথে যুক্ত ?

হৃদপিন্ড
লিভার
কিডনি
কোনটাই নয়

7. হরিয়ানার হারিকেন নামে কে বিখ্যাত?

হারবাজান সিং
চুনী গোস্বামী
কপিল দেব
কোনটাই নয়

8. কলেরা রোগ স্রিস্থিকারি জীবাণু ?

প্রটজোয়া
ব্যাকটেরিয়া
ভাইরাস
কোনটাই নয়

9. অন্য ধাতুর সাথে পারদ এর বিক্রিয়া কে কি বলা হয়?

অ্যামালগাম
পারদ সংযোগ
অ্যাসিমিলেশন
কোনটাই নয়

10. Wine Capital of India কাকে বলা হয় ?

নাগপুর
নাসিক
পুনে
কোনটাই নয়

11. ষষ্ঠ শতকে মগধ মহাজনপদের প্রথম শাসক কে ছিলেন ?

কনিষ্ক
বিম্বিসার
বিন্দুসার
কোনটাই নয়

12. গান্ধীজির ডান্ডি অভিযান এর সাথে কোন আন্দোলনের সূচনা হয়েছিল ?

অসহযোগ আন্দোলন
আইন অমান্য আন্দোলন
খিলাফত আন্দোলন
কোনটাই নয়

13. গৌতম বুদ্ধ পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত?

কুশিনগর
মুম্বাই
গয়া
কোনটাই নয়

14. গোল্ডেন গ্লোব পুরস্কার 2021 সালের ফেব্রুয়ারি মাসে স্থগিত করা হয়েছে এটি কিসের জন্য দেয়া হয় ?

চলচ্চিত্র ও টেলিভিশন এর জন্য
খেলাধুলার জন্য
সঙ্গীত এর জন্য
কোনটাই নয়

15. এপিফাইট কাকে বলে?

অল্প জলে বেঁচে থাকে
লবণাক্ত পরিস্থিতিতে যে উদ্ভিদ বেঁচে থাকে
অন্য উদ্ভিদের ওপর বেঁচে থাকে
কোনটাই নয়