Railway Group D Online Mocktest In Bengali Part - 8

সকলকে জানাই নমস্কার, আজকের পোস্টটি শুধু মাত্র রেলওয়ে গ্রুপ ডি স্পেশাল মক টেস্ট। এই রকম মক টেস্ট ফ্রি তে দিতে দৈনিক আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

1. অস্থিতে থাকে ?

ক্যালশিয়াম
ফসফরাস
দুটোই
কোনটাই নয়

2. ফিতাকৃমি কোন ধরনের প্রাণী?

অন্তঃ পরজীবী
বহিঃ পরজীবী
আংশিক পরজীবী
মৃতজীবী

3. মানব শরীরর খোদ্রুতম হাড়টি থাকে ?

পায়ে
হাতে
কানে
কোনটাই নয়

4. কোহিনুর হীরা কে লুট করেন?

দ্বিতীয় আকবর
নাদির শাহ
ওরঙ্গজেব
প্রথম বাজিরাও

5. কোন ফসলকে তৃষ্ণার্ত ফসল বলা হয়?

পাট
গম
ধান
জব

6. নিচের কোনটির উপাদান আলাদা ?

গন্ডারের খড়গ
হরিনের সিং
আমাদের মাথার চুল
সবগুলোই

7. সাতপুরা জাতীয় উদ্যান টি কোন রাজ্যে অবস্থিত?

ঝাড়খন্ড
কেরল
মধ্যপ্রদেশ
রাজস্থান

8. মনিকা বাত্রা কোন খেলার সঙ্গে যুক্ত?

কুস্তি
এয়ার পিস্তল
বক্সিং
টেবিল টেনিস

9. নিস্বর্গ ঘূর্ণিঝড় টি কোন সাগর থেকে উৎপত্তি হয়েছিল?

আরব সাগর
বঙ্গোপসাগর
প্রশান্ত মহাসাগর
সুমেরু মহাসাগর

10. ত্বকে শ্বেতি (সাদা দাগ)হওয়ার কারণ ?

জীবানুর সংক্রমণ
মেলানোসাইট কোশের মৃত্যু
লিভারের সমস্যা
কোনটাই নয়

11. সম্প্রতি কে ভারতের ক্রীড়া মন্ত্রী হিসাবে নিযুক্ত ছিলেন?

রাজ্যবর্ধন সিং রাঠোর
অনিল কুমলে
গৌতম গম্ভীর
কোনটাই নয়

12. ডুয়ার্স শব্দের অর্থ কি?

বাইরে
দরজা
উচুঁ অংশ
বিস্তর মাঠ

13. কলেরা রোগ স্রিস্থিকারি জীবাণু ?

প্রটজোয়া
ব্যাকটেরিয়া
ভাইরাস
কোনটাই নয়

14. অভিনব বিন্দ্রা কোন রাজ্যের বাসিন্দা?

মনিপুর
তেলেঙ্গানা
উত্তরাখণ্ড
উত্তর প্রদেশ

15. বিখ্যাত আন্দোলনকারী ইরম শর্মিলা চানু কোথাকার লৌহ মানবী রূপে অধিক খ্যাত ?

মিজোরাম
মনিপুর
নাগাল্যান্ড
ত্রিপুরা