Top 10 Online GK Album For Kolkata Police [Bengail 2021] Part - 26

নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আর ভালো প্রস্তুতি নিচ্ছো বিভিন্ন ধরনের চাকুরীর জন্য। আজ তোমাদের সাথে Share করছি খুব গুরুত্বপূর্ণ Top 10 Online GK Album For Kolkata Police [Bengail 2021] Part - 26 প্রশ্ন ও তার উত্তর, সাধারনত সমস্ত রকম Comeptitive পরীক্ষায় এসেছে, যেমন - Wbp, SI, Constable, RRB, NTPC, Bank, PSC, WBCS, SSC, MTS, Food, আরও বিভিন্ন ধরনের চাকুরীতে। আমরা চেষ্টা করি সবসময় সবথেকে গুরুত্বপর্ণ পূর্ণ বিষয়ের যেমন - সাহিত্য, English, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, পরিবেশ, থেকে Special প্রশ্ন দেওয়ার। সুতরাং, দেরি না করে ঝটপট দেখে নাও, ও বন্ধুদেরও জানাও।

1. মাজুলি দ্বীপটি অবস্থিত কোথায় ?

উঃ- অসমের ব্রহ্মপুত্র নদী    ।

2. জৈব অ্যাসিড কোনটি ?

উঃ – টারটারিক অ্যাসিড,সাইট্রিক অ্যাসিড ও ইত্যাদি ।

3. কোন উদ্ভিদ থেকে গদ পাওয়া যায় ?

উঃ- বাবলা

4. ভারতের আগ্নেয়গিরি দ্বীপের নাম কি ?

উঃ – নর কনডম ।

5. চাণক্য কার মন্ত্রীসভার মন্ত্রী ছিলেন ?

উঃ – চন্দ্রগুপ্ত মৌর্য ।

6. কোনটি ভারতের উচ্চতম(উচ্চতায় অবস্থিত) বাঁধ ?

উঃ- তেহেরি বাঁধ।

7. বিলিরুবিন এর জন্যে মূত্রের রং কি হয় ?

উঃ:- হলুদ।

8. "লা" শব্দের অর্থ কি ?

উঃ- গিরিপথ।

9. কোন উদ্ভিদ থেকে গদ পাওয়া যায় ?

উঃ- বাবলা।

10. শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত ?

উঃ- ঝিলাম।