Bengali GK Album Part - 21 | বাংলা জিকে অ্যালবাম - ২১

নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আর ভালো প্রস্তুতি নিচ্ছো বিভিন্ন ধরনের চাকুরীর জন্য। আজ তোমাদের সাথে Share করছি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর, সাধারনত সমস্ত রকম Comeptitive পরীক্ষায় এসেছে, যেমন - Wbp, SI, Constable, RRB, NTPC, Bank, PSC, WBCS, SSC, MTS, Food, আরও বিভিন্ন ধরনের চাকুরীতে। আমরা চেষ্টা করি সবসময় সবথেকে গুরুত্বপর্ণ পূর্ণ বিষয়ের যেমন - সাহিত্য, English, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, পরিবেশ, থেকে Soecial প্রশ্ন দেওয়ার। সুতরাং, দেরি না করে ঝটপট দেখে নাও, ও বন্ধুদেরও জানাও।

1. ভারতে প্রথম আদমশুমারি কে করেন -

উঃ লর্ড মেয়ো

2. কেরোসিন তেলে যে ধাতু সংরক্ষণ করা হয় সেটি হলো –

উঃ সোডিয়াম

3. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি -

উঃ কলকাতা

4. ভারত কোন গোর্লাধে অবস্থিত -

উঃ উত্তর

5. কোন জীবাণুর নিউক্লিয়ার ঝিল্লি নেই -

উঃ ব‍্যাকটেরিয়া

6. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন -

উঃ লর্ড ক্যানিং

7. ভারতীয় উপমহাদেশে প্রথম কে কাগজের মুদ্রা প্রচলন করেন -

উঃ লর্ড ক্যানিং

8. খাজুরাহো নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত ?

উঃ মধ্যপ্রদেশ

9. ভারতের মাথা পিছু আয় কোন রাজ্যে সব থেকে কম -

উঃ রাজস্থান

10. মানব দেহের বৃহত্তম পেশী কোনটি -

উঃ গ্লুটিয়াস

11. কোন সালে ভারতের সুপ্রিম কোর্ট স্থাপিত হয় ?

উঃ ১৯৫০ সালে

12. ব্দের গতিবেগ সর্বাধিক কোন মাধ্যমে?

উঃ কঠিন মাধ্যমে

13. ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার কে পেয়েছিলেন ?

উঃ পি.কে. ব্যানার্জি 

14. স্ট্যাচু অফ ইউনিটির স্থপতিকার কে ?

উঃ রাম ভানজি সুতার

15. .LPG মিশ্রনে কী কী উপাদান থাকে?

উঃ প্রোপেন এবং বিউটেন