WBP Constable 2022 Main GK Mock Test In Bengali Ep – 21

প্রিয় পরীক্ষার্থী, এই টেস্ট টি WBP Constable GK Mock Test In Bengali Ep – 21 উপর নির্ভর করে দেওয়া হলো ।আগামী সমস্ত রকম পশ্চিমবঙ্গ কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে । এই টেস্ট টি দিয়ে নিজেদের প্রস্তুতিতে যাচাই করে নিতে পারবে।

1. লাহোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?

1862
1864
1868
1866

2. পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন কবে বলবৎ হয় ?

1955 সালে
1958 সালে
1956 সালে
1959 সালে

3. "ফ্রী ইন্ডিয়া সোসাইটি" কে প্রতিষ্ঠা করেন?

আলেকজান্ডার ডাফ
শ্যামজি কৃষ্ণবর্মা
ভিকাজি রুস্তম কামা
অ্যানি বেসান্ত

4. কে প্রথম কেঁচো কে কৃষক বন্ধু বলে অভিহিত করেন ?

ডালটন
ডারউইন
নিউটন
রবার্ট হুক

5. কনৌজ বা বিল্লগ্রামের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?

শেরশাহের সঙ্গে হুমায়ুন
বাবর ও ইব্রাহিম লোদী
বাবর ও রানা সংগ্রাম
হুমায়ুন ইংরেজ

6. হ্যালির ধূমকেতু প্রায় কত বছর অন্তর দেখা যায়?

106 বছর
56 বছর
76 বছর
66 বছর

7. ভারতীয় সংবিধানের কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত কয়টি বিষয়ে রাজ্যগুলিকে রাজস্ব আদায়ের অনন্য ক্ষমতা দেওয়া হয়েছে?

10টি
12 টি
14 টি
16 টি

8. ম‍্যানারহেইম লাইন ফিনল্যান্ড ও কোন দেশের মধ্যে অবস্থিত ?

আইসল্যান্ড
কানাডা
রাশিয়া
সার্বিয়া

9. "WHO" কত সালে প্রতিষ্ঠিত হয়?

1942
1944
1948
1950

10. নিম্নের কোনটি তামিলনাড়ুর বিখ্যাত একটি উৎসব ?

ওনাম
পোনগাল
বিহু
হর্নবিল

11. ভারতীয় সংবিধানের 14 নং ধারায় কয়টি সাম্যের অধিকার রক্ষা করা হয়েছে?

দুটি
চারটি
ছয়টি
আটটি

12. ধান উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থানাধীকারি দেশ কোনটি ?

জাপান
চীন
ভারত
ব্রাজিল

13. ম‍্যানিলা - নিন্মের কোন দেশের রাজধানী ?

ফিলিপিন্স
মালয়েশিয়া
সৌদি আরব
পর্তুগাল

14. স্ট‍্যাচু অফ লিবার্টি মূর্তিটি আমেরিকা কে উপহার দেয় কোন দেশ ?

ফ্রান্স
ব্রিটেন
সৌদিআরব
জাপান

15. নিম্নলিখিত কোনটি ইনপুট ডিভাইস -এর উদাহরণ?

মনিটর
প্রিন্টার
স্পিকার
কি-বোর্ড