WBCS Online Preliminary 2022 Mocktest In Bengali EP – 4

নমস্কার সকলকে, WBCS Online Preliminary 2022 Mocktest In Bengali EP – 4 এই মক টেস্ট টি শুধু মাত্র wbcs এর জন্য বাছাই করা প্রশ্ন দেওয়া হয়েছে । তোমরা যারা wbcs এর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই মক টেস্ট। সুতরাং দেরি না করে তোমরা এই মক টেস্ট টি দিয়ে কমেন্টে জানিও কত স্কোর করলে 20 টা প্রশ্ন মধ্যে।

1. সারা ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন ?

গান্ধীজি
আম্বেদকার
রাজনারায়ণ
এস.এন ব্যানার্জী

2. মহাত্মা গান্ধীর প্রথম গণ আন্দোলন ছিল ?

হোমরুল আন্দোলন
অসহযোগ আন্দোলন
আইন অমান্য আন্দোলন
ভারতছাড় আন্দোলন

3. গান্ধীজির কাছে অহিংসা ছিল ?

একমাত্র উদ্দেশ্য
বিরোধীকে ঘাবড়ে দেওয়ার পথ
নিস্ক্রিয় প্রতিক্রিয়া
কোনটাই নয়

4. "কে বলেছিলেন কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় ,তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে " ?

আব্দুল গফফর খান
মহম্মদ আলী
গান্ধীজি
মহম্মদ আলি জিন্নহ

5. কত সালে গান্ধীজি অসহযোগ আন্দোলন করেন ?

1916
1920
1923
1926

6. গান্ধীজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল ?

বারদৌলি
ডান্ডি
চম্পারণ
চৌরিচৌরা

7. ভারতের জাতীয় সঙ্গীত কত সালে প্রকাশিত হয়?

১৮৮২ সাল
১৮৮৩ সাল
১৮৮৪ সাল
কোনটাই নয়

8. কার আমলে বিশ্ববিদ্যালয় সংস্কারের জন্য রাচেল কমিশন হয়েছিল?

দ্বিতীয় লর্ড মিন্টো
দ্বিতীয় লর্ড হার্ডিঙ্গ
লর্ড চেম্সফোর্ড
লর্ড কার্জন

9. পশ্চিমবঙ্গের প্রথম কে রিজার্ভ ব্যঙ্কেরগভর্নর হিসেবে কে নিযুক্ত হযেছিলেন?

পরেশ ভট্টাচার্য্য
বিজয় কুমার মুখোপাধ্যায়
জয়ন্ত চৌধুরী
কোনটাই নয়

10. ভারতের জাতীয় পতাকার ছবি কবে প্রথম ডাকটিকিটে স্থান পেয়েছিল?

১৯৪৭ সালের ২১ আগস্ট
১৯৪৭ সালের ২১শে নভেম্বর
১৯৪৭ সালের ২১ শে সেপ্টেম্বর
উপরের সবকটি

11. ভারতের চলচ্চিত্র জগতে 'ট্র্যাজিক রাজা' নামে কে পরিচিত ?

রাজ কাপুর
দিলীপ কুমার
ভারত ভূষণ
অশোক কুমার

12. কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতের শক শাসনের অবসান ঘটান ?

সমুদ্রগুপ্ত
স্কন্দগুপ্ত
প্রথম কুমার গুপ্ত
দ্বিতীয় চন্দ্রগুপ্ত

13. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা হল -

গার্ডেনরিচ ওয়ার্কশপ, কলকাতা
হিন্দুস্তান শিপাইয়ার্ড, বিশাখাপত্তনম
মাজগাও ডাক, মুম্বাই
কোচিন শিপ্ ইয়ার্ড, কচি

14. 'কিলোওয়াট ঘন্টা' দ্বারা কোন ভৌত রাশির পরিমাপ করা হয় ?

তড়িৎ শক্তি
তড়িৎ ক্ষমতা
তড়িৎ প্রবাহমাত্রা
তড়িৎ বিভব প্রভেদ

15. ভারতের শেষ মোগল সম্রাট কে ছিলেন ?

দ্বিতীয় শাহ আলম
ঔরঙ্গজেব
দ্বিতীয় বাহাদুর শাহ
দ্বিতীয় বাজিরাও

16. প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে প্রধানত -

মস্তিষ্ক
সুষুম্নাকাণ্ড
স্নায়ুগ্রন্থি
নিউরোগ্লিয়া

17. মহাবলীপুরমে রথ আকারবিশিষ্ট মন্দিরগুলি নির্মাণ হয়েছিল কার আমলে ?

পল্লব রাজাদের আমলে
চোল রাজাদের আমলে
পাণ্ড্য রাজাদের আমলে
বাদামীর চালুক্য রাজাদের আমলে

18. নিম্নলিখিত শব্দের কোন ধর্মের উপর 'স্টেথোস্কোপ' কাজ করে ?

প্রতিসরণ
প্রতিফলন
বিচ্ছুরণ
তরঙ্গ ধর্ম

19. A' Writer's people ' লিখেছেন -

বিক্রম শেঠ
ভি .এস. নয়পল
ঝুম্পা লাহিড়ী
অরুন্ধতী রায়

20. তিব্বতীরা যে দিনটি অভ্যুত্থানের দিন বলে মানেন কোন দিনটিকে ?

10ই মার্চ
12 ই জানুয়ারি
15 আগস্ট
20 মে