WBCS Preparation : WBCS Online Mock Test in Bengali Part - 33

WBCS Preparation: WBCS Online Mock Test in Bengali Part - 33

1. ক্যাশ অন ডেলিভারি পেমেন্টকে ডিজিটাল করতে Flipkart কোম্পানি কোন কোম্পানির সাথে পার্টনারশিপ গড়লো ?

Google Pay
PhonePe
Bharatpe
Paytm

2. সর্বোদয় কথার অর্থ কী ?

সকলের শান্তি
সকলের উন্নতি
সূর্যের দেশ
সম্পূর্ণ বিপ্লব

3. কীসের অভাবে হিমোফিলিয়া রোগ হয় ?

হেপারিন
ফ‍্যাক্টর VI
ফ‍্যাক্টর VII
ফ‍্যাক্টর VIII

4. রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত ?

দার্জিলিং
পুরুলিয়া
বাঁকুড়া
জলপাইগুড়ি

5. NIPUN Bharat Programme লঞ্চ করলো কোন কেন্দ্রীয় মন্ত্রালয় ?

অর্থ মন্ত্রালয়
ক্রীড়া মন্ত্রালয়
শিক্ষা মন্ত্রালয়
কৃষি মন্ত্রালয়

6. নাসিক প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে ?

শশাঙ্ক
হর্ষবর্ধন
গৌতমীপুত্র
সাতকর্ণী সমুদ্রগুপ্ত

7. সম্প্রতি Jim Whitehurst কোন কোম্পানির প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করলেন ?

Microsoft
Adobe
IBM
Google

8. তিস্তা নদীর পশ্চিমাংশ কি নামে পরিচিত ?

তরাই
ডুয়ার্স
তাল
দিয়ারা

9. রাংপো শহরটি কোথায় অবস্থিত ?

গোয়া
ত্রিপুরা
মণিপুর
সিকিম

10. রাজ্যের আইনসভার উচ্চ কক্ষটির নাম কি ?

লোকসভা
রাজ্যসভা
বিধানসভা
বিধান পরিষদ

11. মালদ্বীপের পার্লামেন্ট কি নামে পরিচিত ?

সোরা
সিয়েম
মজলিস
সংসদ

12. ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামটি কোথায় গড়ে তোলা হবে ?

চেন্নাই
গুয়াহাটি
ভোপাল
জয়পুর

13. International Film Festival of India -র ৫২তম সংস্করণ অনুষ্ঠিত হবে কোথায় ?

চেন্নাই
কানপুর
গোয়া
মুম্বাই

14. খাদি প্রাকৃতিক পেইন্ট এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী ?

নরেন্দ্র মোদী নরেন্দ্র
সিং তোমার
ভুবনেশ্বর পণ্ডিত
নীতিন গাদকরী

15. ব‍্যাক্টেরিয়ার দেহ কি প্রকৃতির ?

এককোষী
দ্বিকোষী
বহু কোষী
অকোষীয়