পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল মক টেস্ট পর্ব - ২৪ | WBP Mock Test in Bengali Part – 24

প্রিয় পরীক্ষার্থী, এই টেস্ট টি পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল মক টেস্ট পর্ব - ২৪ | WBP Mock Test in Bengali Part – 24 উপর নির্ভর করে দেওয়া হলো ।আগামী সমস্ত রকম পশ্চিমবঙ্গ কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে । এই টেস্ট টি দিয়ে নিজেদের প্রস্তুতিতে যাচাই করে নিতে পারবে।

1. একটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ ?

তুলাদন্ড
যাঁতি
চিমটা
নৌকার দাঁড়

2. রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয়?

কন্ডাকটর
ভেক্টর
ট্রান্সমিটার
কোনটিই নয়

3. "উমাশঙ্কর মিশ্র" কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত?

সন্তুর
হিন্দুস্তানি সেতার
বেহালা
পিয়ানো

4. ডুয়ার্স শব্দের অর্থ কি?

বাইরে
বিস্তর মাঠ
উচুঁ অংশ
দরজা বা প্রবেশদ্বার

5. শম্ভু মিত্র পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেন ?

মালদা
বীরভূম
বাঁকুড়া
কলকাতা

6. ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট (IDA)" এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

জেনেভা
ওয়াশিংটন ডিসি
নিউইয়র্ক
প্যারিস

7. Rambabu has _______ a message.

send
sended
sends
sent

8. শ্বসনতন্ত্রের প্রথম অংশের নাম কি?

গলনালি
শ্বাসনালী
লসিকা
কোনটিই নয়

9. At last Amitava recovered ________ illness.

against
from
to
after

10. সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় _?

ক্যানিংকে
মাথাভাঙ্গা
জঙ্গিপুর
কোনটিই নয়

11. One Word : One who knows all is called.

Scholarly
Omniscient
Learned
Erudite

12. পঞ্চাশের মন্বন্তর কবে হয়েছিল?

১৯৪১ সালে
১৯৪৫ সালে
১৯৪৩ সালে
১৯৪৭ সালে

13. ভারতের কোন রাজ্যে ব্যাঘ্র প্রকল্প আছে যেটি বিশ্ব ঐতিহ্যস্থান ?

মহারাষ্ট্র
পশ্চিমবঙ্গ
মধ্যপ্রদেশ
রাজস্থান

14. উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়?

কোয়েম্বাটুর
আমেদাবাদ
কানপুর
পাঞ্জাব

15. 2022 সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে?

নিউজিল্যান্ড
দক্ষিণ আফ্রিকা
ইংল্যান্ড
অস্ট্রেলিয়া