WBP Constable 2022 Main GK Mock Test In Bengali Ep – 17

প্রিয় পরীক্ষার্থী, এই টেস্ট টি WBP Constable GK Mock Test In Bengali Ep – 17 উপর নির্ভর করে দেওয়া হলো ।আগামী সমস্ত রকম পশ্চিমবঙ্গ কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে । এই টেস্ট টি দিয়ে নিজেদের প্রস্তুতিতে যাচাই করে নিতে পারবে।

1. জৈনদের দুটি সম্প্রদায়ের নাম কি ?

পীতাম্বর ও শ্বেতাম্বর
দিগম্বর ও পীতাম্বর
দিগম্বর ও শ্বেতাম্বর
কোনোটাই নয়

2. প্লাস্টিক সার্জারির জনক কাকে বলা হয় ?

চরক
রবার্ট হুক
রেইটার
সুশ্রুত

3. বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে দিয়ে জেট বিমান গুলি চলাচল করে ?

ট্রপোস্ফিয়ার
স্ট্রাটোস্ফিয়ার
মেসোস্ফিয়ার
থার্মোস্ফিয়ার

4. কেরালার উপকূলভাগ কি নামে পরিচিত ?

কঙ্কন
করমণ্ডল
উৎকল
মালাবার

5. কালো সিসা কাকে বলা হয় ?

গ্ৰাফাইড
কোক
কার্বন
ভুসাকালি

6. বৈদিক সাহিত্যের দুটি ভাগ কি কি ?

বেদ ও বেদান্ত
শ্রুতি ও স্মৃতি
বেদ ও বেদাঙ্গ
বেদাঙ্গ ও বেদান্ত

7. মুদ্রারাক্ষসের রচয়িতা কে ?

বানভট্ট
বিশাখাদত্ত
শুদ্রক
কালিদাস

8. পোলিও টিকা কে আবিষ্কার করেছিলেন ?

এলি হুইটনি
লুই পাস্তুর
কোনরাড জুস
জোনাস সাল্ক

9. সুবর্ণলতা-চরিত্রের স্রষ্টা কে ?

সুকুমার রায়
মহাশ্বেতা দেবী
রবীন্দ্রনাথ ঠাকুর
আশাপূর্ণা দেবী

10. ভূপেন বাঘেল নিন্মের কোন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী ?

ছত্রিশগড়
ঝাড়খণ্ড
উড়িষ্যা
হরিয়ানা

11. কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয় ?

লর্ড রিপন
লর্ড লিটন
লর্ড কার্জন
লর্ড ক্যানিং

12. নিম্নলিখিত বেদগুলির মধ্যে কোনটি সবচেয়ে প্রাচীন ?

ঋকবেদ
যজুর্বেদ
অথর্ববেদ
সামবেদ

13. ভারতীয় উপদ্বীপের দীর্ঘতম নদী -

নর্মদা
গোদাবরী
কৃষ্ণা
মহানদী

14. লাইফ ডিজাইন কে রচনা করেন ?

ভগিনী নিবেদিতা
শ্রী অরবিন্দ ঘোষ
কেশব চন্দ্র সেব
স্বামী বিবেকানন্দ

15. নিন্মের কোন অঙ্গ থেকে রেনিন ক্ষরিত হয় ?

ত্বক
অন্ত্র
বৃক্ক
ফুসফুস

16. বৈদিক যুগের স্বর্ণমুদ্রার নাম কী ?

নিষ্ক
পঞ্চশীল
ভাগ
কোনোটাই নয়

17. কোনধরনের খাদ্যের শ্বেতসার সহজে হজম হয় না ?

সিদ্ধ করা
কাঁচা
রান্না করা
কোনটিই নয়

18. মহাবীর কোথায় দেহত্যাগ করেন ?

পাটনা
পাটুলিপুত্র
পাবা বৈশালী
পাবা

19. মধ্যপ্রদেশের রাজধানীর নাম কি ?

ভূপাল
রায়পুর
রাঁচি
এলাহাবাদ

20. রবিশস্য কোন সময়ে বপন করা হয় ?

জানুয়ারি-ফেব্রুয়ারি
মার্চ-এপ্রিল
জুলাই-আগস্ট
অক্টোবর-নভেম্বর