WBP Constable Main GK Mock Test In Bengali Ep – 9

প্রিয় পরীক্ষার্থী, এই টেস্ট টি WBP Constable Main GK Mock Test In Bengali Ep – 9 উপর নির্ভর করে দেওয়া হলো ।আগামী সমস্ত রকম পশ্চিমবঙ্গ কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে । এই টেস্ট টি দিয়ে নিজেদের প্রস্তুতিতে যাচাই করে নিতে পারবে।

1. প্যালিওন্টোলজি নিম্নোক্ত কোন্ বিষয়ের অধ্যয়ন?

উদ্ভিদ এবং প্রাণী জীবাশ্ম
শিলা
আগ্নেয়গিরি
বায়ুমণ্ডল

2. নিম্নলিখিত কোনটি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির প্রয়োজন

পেনিসিলিন
ইনসুলিন
স্টেরয়েড
কোনো টায় না

3. " Letters from a father to daughter " বইটি লিখেছেন

মহাত্মা গান্ধী
এস . রাধাকৃষ্ণন
জওহরলাল নেহেরু
বি. ভি প্যাটেল

4. সূর্য নীচের কোনটি থেকে শক্তি অর্জন করে

নিউক্লিয়ার ফেউসন
নিউক্লিয়ার ফিশন
রাসায়নিক বিক্রিয়া
কোনো টায় না

5. নিম্নোক্ত কোনটি ভেক্টর রাশি

বল
ভর
ঘনত্ব
জড়তা

6. নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভারত তার জি. ডি. পি - এর সর্বাধিক অংশ লাভ করে

নির্মাণক্ষেত্রে
সেবাক্ষেত্রে
কৃষিক্ষেত্রে
উৎপাদনক্ষেত্রে

7. জলিওয়ানওয়ালাবাগের হত্যা কান্ড কবে ঘটে

13 এপ্রিল 1919
19এপ্রিল 1919
16 এপ্রিল 1929
13 এপ্রিল 1916

8. "কালো " মাটির অন্য একটি প্রচলিত নাম হল

ভঙ্গুর
রেগুর
ভাবর
খাদার

9. ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট

বোম্বে হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট
মাদ্রাজ হাইকোর্ট
দিল্লি হাইকোর্ট

10. সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল তম গ্রহ হলো

বৃহস্পতি
শনি
শুক্র
বুধ

11. কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতের সংবিধান সংশোধন করা যায়

362
356
360
368

12. হিরোশিমা তে ফেলা পারমানবিক বোমাটির নাম কি

ফ্যাট ম্যান
লিটল বয়
থিন বয়
একটিও না

13. " The Argumentive India " বই টির লেখক

অমর্ত্য সেন
চেতন ভগত
এন. সি , চৌধুরী
অরুন্ধতী রায়

14. কোন খেলার সঙ্গে ফর্মূলা "1" যুক্ত

ক্রিকেট
পোলো
আইস হকি
মোটর রেসিং

15. নীচের কোনটি " B. R. I. C .S " এর সদস্যা নয়

রাশিয়া
কানাডা
ভারত
ব্রাজিল