WBP Constable GK Mock Test In Bengali Ep – 12

প্রিয় পরীক্ষার্থী, এই টেস্ট টি WBP Constable GK Mock Test In Bengali Ep – 12 উপর নির্ভর করে দেওয়া হলো ।আগামী সমস্ত রকম পশ্চিমবঙ্গ কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে । এই টেস্ট টি দিয়ে নিজেদের প্রস্তুতিতে যাচাই করে নিতে পারবে।

1. ঋকবেদ মোট কয়টি মন্ডলে বিভক্ত?

4 টি
8 টি
10 টি
12 টি

2. রাজতরঙ্গিনীর রচয়িতা কে?

চাঁদ বরদৈ
কালিদাস
কলহন
বিলহন

3. ‘সেরিকালচার' কথাটি কোন চাষের সঙ্গে যুক্ত?

পোলট্রি চাষ
মৌচাষ
মৎস্য চাষ
ৱেশম চাষ

4. পানিপথের দ্বিতীয় যুদ্ধ যা মোঘল সম্রাট আকবর এবং হিমুর মধ্যে সংঘটিত হয়েছিল তা কোন সালে ঘটেছিল?

1556
1656
1557
1555

5. LAUGHTER শব্দটি থেকে নিম্নলিখিত কোন শব্দটি তৈরি করা যাবে না? |

GATE
GRUNT
RATE
HATE

6. ভারতের জাতীয় সঙ্গীত গাইবার পূর্ণাঙ্গ সময় কত?

53 সেকেন্ড
52 সেকেন্ড
51 সেকেন্ড
50 সেকেন্ড

7. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বিষম নির্ণয় কর।

চিলি চিকেন
পাউরুটি
বিরিয়ানি
খাদ্য

8. কোন দেশের মুদ্রা ইয়েন নামে পরিচিত?

মায়ানমার
ইন্দোনেশিয়া
জাপান
মালদ্বীপ

9. যদি সাদা মানে হলুদ হয়, হলুদ মানে বেগুনি হয়, বেগুনি মানে কালো হয় তাহলে দুধের রং কী হবে?

হলুদ
কালো
বেগুনি
সাদা

10. ভারতের প্রথম সুপারফার্স্ট ট্রেনের নাম কী?

ডেকান কুইন
রাজধানী এক্সপ্রেস
শতাব্দী এক্সপ্রেস
দুরন্ত এক্সপ্রেস

11. My Journey Book' এর লেখক কে?

জিকেনেস
কার্ল মার্ক্স
নেলসন ম্যান্ডেলা
এপিজে আব্দুল কালাম

12. GST কী ধরনের কর?

পরোক্ষ কর
প্রত্যক্ষ কর
আয়কর
সবকটি

13. কোন ব্লাড গ্রুপের রক্তকে সর্বজনীন গ্রাহক বলা হয়?

O
A
AB
B

14. প্রতি পাঁচ বছর অন্তর অর্থ কমিশন কে গঠন করে থাকেন?

উপরাষ্ট্রপতি
রাষ্ট্রপতি
অর্থ মন্ত্রী
প্রধানমন্ত্রী

15. কে 'গ্র্যান্ড ওল্ডম্যান ' নামে খ্যাত ছিলেন?

গোপাল কৃষ্ণ গোখলে
সর্দার বল্লভভাই প্যাটেল
খাঁন আব্দুল গফফর খান
দাদাভাই নৌরজি