ভূগোল বিষয় ভিত্তিক জি.কে কুইজ | Geography Based GK Quiz | Part - 3

1. নিচের কোন রাজ্যকে "ভারতের শস্যাগার" বলা হয় ?

পাঞ্জাব
উত্তর প্রদেশ
হরিয়ানা
কেরল

2. ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোথায় ?

জামশেদপুরে
ভিলাই
দুর্গাপুর
রাউরকেল্লা

3. কোন নদীর কোন বদ্বীপ নেই ?

কৃষ্ণা
তিস্তা
গোদাবরী
তাপ্তি

4. কোন গ্রহকে "পৃথিবীর জমজ" বলে চিহ্নিত করা হয় ?

মঙ্গল
বৃহস্পতি
শুক্র
নেপচুন

5. ইতালির ভিসুভিয়াস হল একটি -

জীবন্ত আগ্নেয়গিরি
সুপ্ত আগ্নেয়গিরি
মৃত আগ্নেয়গিরি
ওপরের কোনোটিই নয়

6. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ টি কোন পর্বতের অন্তর্গত ?

পশ্চিমঘাট
আনাইমুদি
পূর্বঘাট
কর্দামম

7. ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি ?

হিরাকুদ
ম্যাসাঞ্জোর
ভাকরা নাঙ্গাল
মাইথন

8. গ্রাফাইট কোন শিলার রূপান্তর ?

আগ্নেয় শিলা
রূপান্তরিত শিলা
পাললিক শিলা
উপরের কোনোটিই নয়

9. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি ?

সিঙ্গালিলা
সান্দাকাফু
টাইগার হিল
কাঞ্চনজঙ্ঘা

10. অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?

মালদা
বর্ধমান
হুগলি
পুরুলিয়া

11. পশ্চিমবঙ্গের কোন স্থানে সর্বাধিক বৃষ্টিপাত হয় ?

বক্সা দুয়ার
সুন্দরবন
বালুরঘাট
নদীয়া

12. পশ্চিমবঙ্গের টায়ার শিল্প অবস্থিত কোথায় ?

পানিহাটি
সাহাগঞ্জ
কাশিপুর
রিশরা

13. পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী সাক্ষরতার হার সর্বনিম্ন ?

মালদা
বাঁকুড়া
উত্তর দিনাজপুর
পুরুলিয়া

14. পশ্চিমবঙ্গের তৈল শোধনাগার এর সংখ্যা কতগুলি ?

১ টি
২টি
৩টি
৬ টি

15. ম্যাগমা হল __

সমুদ্র তলদেশে সঞ্চিত পলি
ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ।
ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খনি।
চুনাপাথর