Top 15 GK Questions And Answer Album For WBCS Part – 29 || জিকে প্রশ্নোত্তর WBCS – এর পর্ব – ২৯
Top 15 GK Questions And Answer Album For WBCS Part – 29 || জিকে প্রশ্নোত্তর WBCS – এর পর্ব – ২৯
1. 1784 ম্যাঙ্গালোরের সন্ধিকে কে "অপমানজনক শান্তি" বলে অভিহিত করেছেন ?
উঃ ওয়ারেন হেস্টিংস।
2. পলাশীর যুদ্ধে সিরাজদৌলার কোন কোন সেনাপতি নিহত হয়েছিলেন ?
উঃ মোহনলাল এবং মীর মদন।
3. ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়?
উঃ নানা ফড়নবিশ।
4. অন্ধকূপ হত্যা (Black Hole Tragedy) কাহিনী টি কে প্রচার করেন ?
উঃ হল ওয়েল।
5. মুর্শিদকুলি খাঁর প্রকৃত/আসল নাম কি ছিল ?
উঃ মহম্মদ হাদি ।
6. "বন্দিবাসের যুদ্ধে" ইংরেজ সেনাপতি কে ছিলেন ?
উঃ আয়ার কূট।
7. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে এবং কার কাছ থেকে প্রথম বাংলাদেশে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার লাভ করেন?
উঃ 1691 খ্রীঃ মোগল সম্রাট ঔরঙ্গজেবের নির্দেশে বাংলার শাসনকর্তা ইব্রাহিম খানের কাছ থেকে।
8. কলকাতার নাম কে আলিনগর রেখেছিলেন?
উঃ সিরাজদৌলা (আলীবর্দী খাঁর নাম অনুসারে)।
9. কোন গভর্নর জেনারেলের শাসনকালে মারাঠা শক্তির চরম অবক্ষয় ঘটেছিল?
উঃ লর্ড হেস্টিংস বা লর্ড ময়রা।
10. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক কত টাকার বিনিময়ে 1691 খ্রিস্টাব্দে সর্বপ্রথম বাংলাদেশ বিনা শুল্কে বাণিজ্যের অধিকার লাভ করেন?
উঃ 3000 টাকা।
11. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে মুর্শিদাবাদের টাঁকশাল ব্যবহারের অনুমতি পায়?
উঃ 1717 খ্রিস্টাব্দে (ফারুকশিয়ারের ফরমান অনুসারে)।
12. ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কোথায় প্রথম বাণিজ্যকুঠি নির্মাণ করেছিল?
উঃ সুরাট,1668 খ্রিস্টাব্দে।
13. মারাঠা জাতির নেপোলিয়ন কাকে বলা হয়?
উঃ প্রথম বাজিরাও (গ্রান্ট ডাফ অভিহিত করেছেন)
14. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1600 খ্রিস্টাব্দের 31 শে ডিসেম্বর।
15. কবে এবং কার নেতৃত্বে ভারতের সর্বপ্রথম পর্তুগিজ বাণিজ্যকুঠি নির্মিত হয়?
উঃ 1500 খ্রিস্টাব্দে, ক্যাব্রালের নেতৃত্বে, কালিকটে।