সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | GK Album In Bengali For All Competitive Exam Part - 32

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | GK Album In Bengali For All Competitive Exam Part - 32

1. আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত ?

উঃ- ৩৩। 

2. স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন?

 উঃ- সুকুমার সেন।

3. পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায়?

উঃ- রানীগঞ্জে।

4. ভারতের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর নেন?

উঃ- 65 বছর।

5. সূর্যের আলোতে কোন ধরনের ভিটামিন থাকে ?

উঃ ভিটামিন D। 

6. গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলের অপর নাম কি?

 উঃ- সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ।

7. ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?

উঃ- নরেন্দ্র মোদি।

8. JFM এর সম্পূর্ণ নাম কি?

 উঃ- JFM এর সম্পূর্ণ নাম হলো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট । 

9. শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত- হয়েছিল?

 উঃ- ১৭৯২ খ্রিস্টাব্দে টিপু সুলতান ও লর্ড কর্ণওয়ালিস। 

10. অমৃতসরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?

উঃ- ১৮০৯ খ্রিস্টাব্দে রণজিৎ সিংহের সঙ্গে বড়লাট মিন্টোর মধ্যে । 

11. পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি ?

উঃ- আন্দিজ।

12. পৃথিবীর দীর্ঘতম কৃত্রিম খাল কোনটি ? উত্তরঃ

উঃ সুয়েজ খাল। 

13. জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন?

উঃ - ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু।

14. "দক্ষিণী বিদ্যাসাগর" কাকে বলা হয়?

উঃ - বিরসা লিঙ্গম পান্ডালু।

15. পশ্চিমবঙ্গে শীতকালে প্রবাহিত ঝড়কে কি বলা হয়?

উঃ- পশ্চিমী ঝঞ্জা।