সাধারণ বিজ্ঞানের জিকে প্রশ্নোত্তর পর্ব - ১ | General Science Questions And Answers Part - 1

সাধারণ বিজ্ঞানের জিকে প্রশ্নোত্তর পর্ব - ১ | General Science Questions And Answers Part - 1

1. প্রাণীদেহে সব থেকে দীর্ঘ পোস্ট টি হল

উঃ  নিউরন

2. কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে ?

উঃ সিঙ্কনা গাছ থেকে।

3. অ্যাপেলের যে এসিড থাকে তা হল !

উঃ ম্যালিক অ্যাসিড।

4. যার অভাবে ডায়াবেটিস রোগ হয় -

উঃ ইনসুলিন।

5. ইনসুলিন উৎপন্ন হয় কোথায় ?

উঃ অগ্নাশয় এ।

6. মানুষের মস্তিষ্কের যে অংশ অন্যান্য অংশের তুলনায় অধিক উন্নত -

উঃ গুরুমস্তিষ্ক।

7. দেহের যে অঙ্গে পেশী সংকোচন উৎপন্ন ল্যাকটিক এসিডের গ্লাইকোজেনের পরিণত করে সেটি হল -

উঃ যকৃৎ

8. মানবদেহে সবথেকে বেশি রক্তচাপ হয় ?

উঃ ধমনীতে।

9. সবথেকে ছোট পাখি হলো -

উঃ হামিং বার্ড।

10. মানবদেহের সবথেকে বড় অঙ্গের নাম হল -

উঃ ত্বক।

11. সবথেকে বড় ঘাস হলো -

উঃ বাঁশ।

12. যে স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে -

উঃ প্লাটিপাস।

13. প্রাকৃতিক নাঙ্গল বলা হয় -

উঃ কেঁচো কে।

14. সবচেয়ে বড় কোষ হলো -

উঃ উট পাখির ডিম।

15. ভিটামিন 'P' এর রাসায়নিক নাম কি ?

উঃ সাইট্রিন।

16. মানব দেহে মোট পেশি সংখ্যা কতগুলি ?

উঃ ৬৩৯ টি।

17. লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল কত ?

উঃ 120 দিন।

18. মূত্র প্রস্তুত হয় যে রং দিয়ে তা হল -

উঃ কিডনি।

19. মানবদেহে মোট ক্রোমোজোমের সংখ্যা হল -

উঃ 23 জোড়া।

20. জীবদেহের শক্তির উৎস -

উঃ খাদ্য।