General Knowledge Questions And Answer Album Part - 10

নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, General Knowledge Questions And Answer Album Part - 9; প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন WBP Constable, PSC Clerkship, WBCS, SSC CHSL5, SSC CGL, SSC MTS, WBP Abgari Constable, WBP SI, Railway Group D, ICDS Supervisor, Railway Group D, RRB NTPC, PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ভূগোল, ইংরাজি, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে নিতে পারবে।

1. হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে?

(A)  বানভট্ট 

(B) আর্যভট্ট

(C) হরিসেন 

(D) উপরের কেউই নয়

2. সাম বেদে কতগুলি স্তোত্র আছে?

(A) ৭১১ টি 

(B) ১০২৮ টি 

(C) ১৬০৩ টি 

(D) ৯৯ টি

3. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

(A) সিমুক 

(B) সাতকর্ণী 

(C) বাসুদেব 

(D) পুষ্যমিত্র

4. কোন মৌলের নিউক্লিয়াসে নিউটন থাকেনা?

(A) অক্সিজেন 

(B) নাইট্রোজেন

(C) কার্বন 

(D) হাইড্রোজেন

5. পৃথিবীর সবথেকে বড় মিষ্টি জলের হ্রদ কোনটি?

(A) কাস্পিয়ান সাগর 

(B) সুপিরিয়র হ্রদ 

(C) উলার হ্রদ 

(D) উপরের কোনটাই নয়

6. সংবিধান সভার উপদেষ্টা কে ছিলেন?

(A) বি আর আম্বেদকার 

(B) মহাত্মা গান্ধী 

(C) রাজেন্দ্র প্রসাদ

(D) বি এন রাও

7. ভারতীয় বাজেটের জনক কাকে বলা হয়?

(A) প্রশান্ত চন্দ্র মহালনাবিশ

(B)  নন্দলাল বোস

(C)  দাদা সাহেব ফালকে

(D)  সুশ্রুত

8. নীচের কোনটি ফিতা কৃমির রেচন অঙ্গ?

(A) সবুজ গ্রন্থি

(B) নেফ্রিডিয়া 

(C) ফ্লেম কোষ 

(D) কোনটাই নয়

9. চতুরাশ্রমের মধ্যে কোন আশ্রমটি প্রথম আশ্রম?

(A) সন্ন্যাস 

(B) বানপ্রস্থ 

(C) গার্হস্থ্য

(D) ব্রম্ভচর্য

10. নিচের কোন ব্যক্তি চাঁদের মাটিতে প্রথম পা রাখেন?

(A) এডউইন অলড্রিন

(B) নীল আর্মস্ট্রং 

(C) ইউরি গ্যাগারিন 

(D) মাইক কলিন্স

11. সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে?

(A) সরোজিনী নাইডু

(B) মীরা সাহিব ফতিমা বিবি 

(C) সুজাতা ভি মনোহর 

(D) রাজকুমারী অমৃতা কউর

12. ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হল ?

(A)  রাজা হরিশচন্দ্র 

(B) আলম আরা 

(C) চন্ডীদাস 

(D) ঝাঁসি কি রানী

13. ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত?

(A)  হিমালয় 

(B) ভারত মহাসাগর 

(C) অস্ট্রেলিয়া 

(D) আন্টার্কটিকা

14. বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন?

(A)  শশাঙ্ক 

(B) হর্ষবর্ধন 

(C) ধর্মপাল 

(D) গোপাল

15. নিম্নলিখিত কোন ব্যক্তি The jungle book এর লেখক?

(A) রুডিয়ার্ড কিপলিং 

(B) জর্জ অরওয়েল 

(C) মার্ক টোয়েন 

(D) এদের কেউ নন

16. অজন্তা ও ইলোরার গুহাচিত্র গুলি কোন রাজবংশের আমলে অঙ্কিত হয়েছিল?

(A) মৌর্য যুগে

(B) গুপ্ত যুগে 

(C) কুষাণ যুগে

(D) পাল যুগে

17. হাইকোর্টের বিচারপতিকে কে অপসারণ করতে পারেন?

(A) রাষ্ট্রপতি 

(B) মুখ্যমন্ত্রীর সুপারিশে রাজ্যপাল 

(C) ভারতের প্রধান বিচারপতির সুপারিশে

(D)  রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের দ্বারা অপসারণের সিদ্ধান্ত গ্রহণের পর রাষ্ট্রপতি কর্তৃক

18. কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ভাটনগর পুরস্কার প্রদান করা হয়?

(A) অর্থনীতি 

(B) বিজ্ঞান ও প্রযুক্তি

(C) কৃষি 

(D) সাহিত্য

19. বংশগতির সূত্র কে আবিষ্কার করেছিলেন?

(A)  ল্যামার্ক 

(B) চার্লস ডারউইন 

(C) গ্রেগর জোহান মেন্ডেল 

(D) কার্ল লিনেয়াস

20. নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার?

(A) সাঁড়াশি 

(B) কাঁচি 

(C) মাছ ধরার ছিপ 

(D) নৌকার দাঁড়