General Knowledge Questions And Answer Album Part - 9
নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, General Knowledge Questions And Answer Album Part - 9; প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন WBP Constable, PSC Clerkship, WBCS, SSC CHSL5, SSC CGL, SSC MTS, WBP Abgari Constable, WBP SI, Railway Group D, ICDS Supervisor, Railway Group D, RRB NTPC, PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ভূগোল, ইংরাজি, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে নিতে পারবে।
1. নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্য আকবর জয় করতে পারেন নি?
(A)কাশ্মীর
(B)বাংলা
(C)বিহার
(D)আসাম
2. শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি?
(A)আল্পস
(B) পিদুরুতালাগালা
(C) ইয়াম
(D) থাংশু
3. পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশিদিন কে পদে ছিলন ?
(A)অজয় কুমার মুখোপাধ্যায়
(B)জ্যোতি বসু
(C)প্রফুল্ল সেন
(D) ড.বিধান চন্দ্র রায়
4. কোন মোগল সম্রাট বাংলায় পর্তুগীজদের দমন করেন?
(A)আকবর
(B) জাহাঙ্গীর
(C) শাহজাহান
(D)ওরঙ্গজেব
5. ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% অবস্থান করে -
(A)দামোদর উপত্যকায়
(B) শোন উপত্যকায়
(C)মহানদী উপত্যকায়
(D)গোদাবরী উপত্যকায়
6. সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্ধ ছিল -
(A) সোপারা
(B)তাম্রলিপ্ত
(C)কালিকট
(D)কোচিন
7. কলকাতায় মেট্রোরেল চালু হয় -
(A)1984 খ্রিস্টাব্দে
(B)1986 খ্রিস্টাব্দে
(C)1988 খ্রিস্টাব্দে
(D) 1889 খ্রিস্টাব্দে
8. ভারতের সর্বোচ্চ আমদানি ও রপ্তানিকারক দ্রব্য কোনগুলি?
(A) হীরক ও চা
(B) হীরক ও তৈল
(C)পেট্রোলিয়াম ও চা
(D) পেট্রোলিয়াম ও বস্ত্র
9. পাবলিক সেফটি বিলের প্রবর্তক কে?
(A) লর্ড ক্যানিং
(B)লর্ড ওয়াভেল
(C)লর্ড আরউইন
(D)লর্ড লিনলিথগো
10. কোন ভারতীয় রেলে রেলপথের পরিমাণ সর্বাধিক?
(A)পূর্ব রেল
(B)উত্তর রেল
(C)মধ্য রেল
(D)কোঙ্কন রেল
11. সুপ্রিম কোর্টের কোন বিচারপতিকে সর্বপ্রথম ইমপীচ করা হয়?
(A)রঙ্গস্বামি
(B)রঙ্গতুল্লা
(C)রামস্বামী
(D) হিদায়েতুল্লা
12. পালঘাট পাস কোথায় অবস্থিত?
(A)কেরালা-কর্ণাটক
(B)কেরালা-তামিলনাড়ু
(C)কর্ণাটক-মহারাষ্ট্র
(D)কোনোটিই নয়
13. রেফ্রিজারেটরে শীতলকারক হিসেবে ব্যবহৃত হয়?
(A)অক্সিজেন
(B)নাইট্রোজেন
(C)ফ্রেয়ন
(D) কার্বন ডাই অক্সাইড
14. ISRO কথার পূর্ণরূপ -?
(A)ইন্ডিয়ান সাইন্টিফিক রিসার্চ অর্গানাইজেশন
(B)ইন্টারন্যাশনাল স্পেস রিসার্চ অর্গানাইজেশন
(C) ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন
(D)ইন্ডিয়ান সেলস রিসার্চ অর্গানাইজেশন
15. ভারতে কোন ভাষায় সবচেয়ে বেশি দৈনিক পত্রিকা ছাপা হয়?
(A) হিন্দি
(B)ইংরেজি
(C)মালয়ালাম
(D)বাংলা
16. পৃথিবীর "কফি পাত্র" বলে খ্যাত?
(A)চিলি
(B)আর্জেন্টিনা
(C) রোম
(D)ব্রাজিল
17. কোন ফলে অ্যাসকরবিক অ্যাসিড থাকে?
(A)আম
(B)আপেল
(C)আমলকি
(D)কমলালেবু
18. বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক?
(A)অক্সিজেন
(B)কার্বন ডাই অক্সাইড
(C)আর্গন
(D)নাইট্রোজেন
19. "প্যারাডাইস লস্ট" কার লেখা?
(A) টেনিসন
(B)পি বি শেলী
(C)জন মিল্টন
(D)টি এস এলিয়ট
20. "নবোদয় বিদ্যালয়" এর সঙ্গে যুক্ত ছিলেন?
(A)রবীন্দ্রনাথ ঠাকুর
(B)রাজেন্দ্র প্রসাদ
(C)সর্বপল্লী রাধাকৃষ্ণান
(D) জওহরলাল নেহরু