General Knowledge For WBP 2021 Album - 17
নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আর ভালো প্রস্তুতি নিচ্ছো বিভিন্ন ধরনের চাকুরীর জন্য। আজ তোমাদের সাথে Share করছি খুব গুরুত্বপূর্ণ General Knowledge For WBP 2021 Album - 17 প্রশ্ন ও তার উত্তর, সাধারনত সমস্ত রকম Comeptitive পরীক্ষায় এসেছে, যেমন - Wbp, SI, Constable, RRB, NTPC, Bank, PSC, WBCS, SSC, MTS, Food, আরও বিভিন্ন ধরনের চাকুরীতে। আমরা চেষ্টা করি সবসময় সবথেকে গুরুত্বপর্ণ পূর্ণ বিষয়ের যেমন - সাহিত্য, English, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, পরিবেশ, থেকে Soecial প্রশ্ন দেওয়ার। সুতরাং, দেরি না করে ঝটপট দেখে নাও, ও বন্ধুদেরও জানাও।
1. সমষ্টি উন্নয়ন প্রকল্প এর প্রবক্তা কে ?
উঃ বলবন্ত রায় মেহেতা।
2. কোন সংস্থা সম্প্রতি প্রথম ডিজিটাল পেমেন্ট পরিষেবা সংস্থা হিসাবে ইউপিআই এর মাধ্যমে লেনদেন 1 বিলিয়ন অতিক্রম করল ?
উঃ Phone Pe
3. জামাইকা কোন বস্তু উৎপাদনে পৃথিবীর বিখ্যাত ?
উঃ বক্সাইট
4. সুফিদের দুটি সম্প্রদায়ের নাম লিখুন -
উঃ চিশতী ও সুরাবর্দী।
5. ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?
উঃ লর্ড লিনলিথগো।
6. বীরবল কে ছিলেন ?
উঃ সম্রাট আকবরের মন্ত্রী
7. লাইকার এমোনিয়া কাকে বলে ?
উঃ অ্যামোনিয়ার গারো জলীয় দ্রবণকে।
8. কোন এসিড লোহাকে নিষ্ক্রিয় করে দেয় ?
উঃ ধুমায়মান নাইট্রিক অ্যাসিড।
9. টেলিফোনের গ্রাহক যন্ত্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ?
উঃ তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তিতে।
10. বিশ্বের উচ্চতম রেল সেতুর নাম কি এবং এটি কোথায় অবস্থিত ?
উঃ "দা আর্ক অফ চেনাব" । চেনাব নদী থেকে 359 মিটার উচ্চতা এটি তৈরি করা হয়েছে।
11. বরোদা শহরের এখন কি নাম ?
উঃ ভাদোদরা ।
12. উড়িষ্যা দিবস বা উৎকল দিবস কবে পালিত হয় ?
উঃ ফার্স্ট এপ্রিল।
13. কোন বলিউড অভিনেতা সম্প্রতি "ফোর্বস" - এর লিডারশিপ পুরস্কার 2020 - 2021 এর সম্মানিত হলেন ?
উঃ সোনু সুদ।
14. 2020 সালে কাকে গান্ধী শান্তি পুরস্কারে সম্মানিত করা হয়েছে ?
উঃ প্রয়াত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ।
15. মানব শরীরের কোন পাচক রসে উৎসেচক থাকে না ?
উঃ পিত্তরসে ।
16. এস আই পদ্ধতিতে দ্রুতির একক কি ?
উঃ মিটার/সেকেন্ড
17. অন্ধ্রপ্রদেশের নির্বাচন কমিশনার হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন ?
উঃ নিলাম শাওনি।
18. বিশ্ব বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে ?
উঃ সেন্ট লরেন্স।
19. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সেক্রেটারি হিসেবে কে ছিলেন ?
উঃ অ্যালান অক্টোভিয়ান হিউম।
20. ধুতরা গাছের পাতায় কি উপক্ষার পাওয়া যায় ?
উঃ ডাটুরিন।