General knowledge MCQ Question - Answer for Competitive Exam | Part - 3

General knowledge MCQ Question - Answer for Competitive Exam | Part - 2 For All Competitive Job Exam. সমস্ত রকমের Competitive চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের সেরা প্লাটফ্রম AskMore.In . আমরা চেষ্টা করি যারা আমাদের এই সাইটে ভিজিট করেন তাদের জন্য সেরা প্রশ্ন ও উত্তর দেওয়ার। সুতরাং, আমাদের ওয়েবসাইটে প্রকাশিত MCQ প্রশ্ন গুলো দৈনিক অ্যাটেন্ড করুন। Note** - যদি আপনার মনে হয় কোনো প্রশ্ন কিংবা উত্তর ভুল আছে সেটি Comment করে জানিয়ে দেবেন। আমরা যথা সাধ্য মত সেটিকে সঠিক করবো।

General knowledge MCQ Question - Answer for Competitive Exam | Part - 3
General knowledge MCQ Question - Answer for Competitive Exam | Part - 3 | [AskMore.In]

                        MCQ QUESTIONS AND ANSWERS

1. 'দিলওয়ারা মন্দির' ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

         (A) উত্তর প্রদেশ      (B) রাজস্থান      (C) মহারাষ্ট্র       (D) মধ্যপ্রদেশ 

2. বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি ? 

         (A) সুপিরিয়র হ্রদ      (B) বৈকাল হ্রদ      (C) কাস্পিয়ান সাগর      (D) ভিক্টোরিয়া হ্রদ 

3. নিচের কোন মৌলটি ক্লোরোফিলে থাকে ?

         (A) তামা      (B) লোহা       (C) ম্যাগনেসিয়াম      (D) ক্যালসিয়াম

4. কোন দেশের ডাক ব্যবস্থা বিশ্বের বৃহত্তম ?

          (A) মার্কিন যুক্তরাষ্ট্র      (B) চীন      (C) ভারত      (D) ব্রাজিল 

5. অজন্তা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 

         (A) মহারাষ্ট্র       (B) তামিলনাড়ু      (C) অন্ধ্রপ্রদেশে      (D) গুজরাট 

6. আটাকামা মরুভূমি কোন দেশে অবস্থিত ? 

          (A) কানাডা      (B) ব্রাজিল      (C) চিলি       (D) আর্জেন্টিনা 

7. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সাইন্স কোথায় অবস্থিত ? 

          (A) কেরালা       (B) চেন্নাই      (C) বেঙ্গালুরু      (D) দিল্লী 

8. কবে গণপরিষদে ভারতীয় সংবিধান গ্রহণ করে ? 

             (A) 17 ই অক্টোবর 1944      (B)14 ই নভেম্বর 1949      (C) 26 শে নভেম্বর 1949       (D) 26 শে জানুয়ারি 1950

9. টিপু সুলতান কোথাকার শাসক ছিলেন ? 

          (A) হায়দ্রাবাদ      (B) মাদুরাই      (C) বিজয়নগর      (D) মহিষ উরু 

10. ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনঘনত্ব সর্বাধিক ? 

          (A) পুদুচেরি      (B) চন্ডিগড়      (C) দিল্লি      (D) দিউ 

11. ভারতের একমাত্র কোন রাজ্যে জাফরান উৎপাদিত হয় ? 

         (A) মধ্য প্রদেশ      (B) নাগাল্যান্ড      (C) মিজোরাম      (D) জম্মু ও কাশ্মীর 

12. বিশ্বের কোন নদীর মোহনা বৃহত্তম ? 

          (A) আমাজন      (B) মিসিসিপি       (C) টেমস      (D) ওব

13. ইলেকট্রিক বাল্বে ভিতরে কোন গ্যাসটি থাকে ? 

          (A) নাইট্রোজেন      (B) হাইড্রোজেন      (C) কার্বন-ডাই-অক্সাইড      (D) অক্সিজেন 

14. মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহর কোন শিল্পের জন্য বিখ্যাত ? 

          (A) ক্যামেরা        (B) মোটরগাড়ি        (C) পশুখাদ্য      (D) চশমা

15. পেঞ্চ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 

          (A) অন্ধ্রপ্রদেশ      (B) তেলেঙ্গানা      (C) মধ্যপ্রদেশ    nn(D) কর্ণাটক

16. নীলদর্পণ নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন ? 

          (A) জেমস লং      (B) মাইকেল মধুসূদন দত্ত      (C) উইলিয়াম গ্যারি      (D) সতীশ চন্দ্র মুখার্জী 

17. রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত ? 

          (A) নিউইয়র্ক সিটি      (B) জেনেভা      (C) প্যারিস      (D) ভিয়েনা 

18. শাক্য মুনি নামে কে পরিচিত ছিলেন ? 

          (A) গৌতম বুদ্ধ      (B) মহাবীর      (C) ঋষভ দেব      (D) কোনোটিই না 

19. বক্সাইট থেকে নিম্নলিখিত কোন দ্রব্য উৎপন্ন হয় ? 

          (A) অ্যালুমিনিয়াম      (B) অ্যালুমিনা      (C) বায়োটাইট অভ্র        (D) চালকোপাইরাইট 

20. গীতা রহস্য গ্রন্থটির লেখক কে ? 

          (A) অরবিন্দ ঘোষ        (B) বালগঙ্গাধর তিলক      (C) লালা লাজপত রায়      (D) এদের মধ্যে কেউই নয়