Top 10 GK Album For All Competitive Exam [Bengail 2021] Part - 24
নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আর ভালো প্রস্তুতি নিচ্ছো বিভিন্ন ধরনের চাকুরীর জন্য। আজ তোমাদের সাথে Share করছি খুব গুরুত্বপূর্ণ Top 10 GK Album For All Competitive Exam [Bengail 2021] Part - 24 | বাংলা জিকে অ্যালবাম - ২৪ প্রশ্ন ও তার উত্তর, সাধারনত সমস্ত রকম Comeptitive পরীক্ষায় এসেছে, যেমন - Wbp, SI, Constable, RRB, NTPC, Bank, PSC, WBCS, SSC, MTS, Food, আরও বিভিন্ন ধরনের চাকুরীতে। আমরা চেষ্টা করি সবসময় সবথেকে গুরুত্বপর্ণ পূর্ণ বিষয়ের যেমন - সাহিত্য, English, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, পরিবেশ, থেকে Special প্রশ্ন দেওয়ার। সুতরাং, দেরি না করে ঝটপট দেখে নাও, ও বন্ধুদেরও জানাও।
1. থাইরয়েড গ্রন্থির অবস্থান কোথায় ?
উঃ গ্রীবাদেশে ল্যারিংক্সের নীচে ট্রাকিয়ার দু-পাশে ।
2. ভ্যারিওলা ভাইরাস কোন রোগ সৃষ্টি করে ?
উঃ গুটি বসন্ত।
3. জীব ভরের একক কি ?
উঃ ক্যালােরি।
4. বাবর এবং রানা সঙ্গের মধ্যে 1527 সালে কোন যুদ্ধ হয় ?
উঃ খানুয়ার যুদ্ধ।
5. ফারুকশিয়ারের ফরমান কবে জারি হয়?
উঃ 1717 খ্রিস্টাব্দে।
6. অগ্ন্যাশয়ের কোন কোশ থেকে Glucagon নির্গত হয় ?
উঃ আলফা কোশ।
7. সৈয়দ বংশের শেষ রাজা কে ?
উঃ আলাউদ্দিন আলম শাহ।
8. ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়?
উঃ নানা ফড়নবিশ।
9. এক লিটার জলে আর্সেনিকের মাত্রা হওয়া উচিত ?
উঃ 0 . 05 ml.
10. জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কবে হয়েছিল ?
উঃ 1885 খ্রিস্টাব্দে।