General Knowledge in Bengali For Competitive Exam Part - 15
নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আর ভালো প্রস্তুতি নিচ্ছো বিভিন্ন ধরনের চাকুরীর জন্য। আজ তোমাদের সাথে Share করছি খুব গুরুত্বপূর্ণ General Knowledge in Bengali For Competitive Exam Part -15 প্রশ্ন ও তার উত্তর, সাধারনত সমস্ত রকম Comeptitive পরীক্ষায় এসেছে, যেমন - Wbp, SI, Constable, RRB, NTPC, Bank, PSC, WBCS, SSC, MTS, Food, আরও বিভিন্ন ধরনের চাকুরীতে। আমরা চেষ্টা করি সবসময় সবথেকে গুরুত্বপর্ণ পূর্ণ বিষয়ের যেমন - সাহিত্য, English, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, পরিবেশ, থেকে Soecial প্রশ্ন দেওয়ার। সুতরাং, দেরি না করে ঝটপট দেখে নাও, ও বন্ধুদেরও জানাও।
1. কাকে ভারতীয় টাকার প্রথম প্রচলনকারী বলে মানা হয় ?
(A) শের শাহ সুরী
(B) ইসলাম শাহ সুরী
(C) মহম্মদ বিন তুঘলক
(D) আলাউদ্দিন খলজি
2. গোবর গ্যাসের মধ্যে কি থাকে ?
(A) ইথিলিন
(B) মিথেন
(C) অ্যাসিটিলিন
(D) বুথেন
3. ম্যালেরিয়া রোগের প্রতিষেধক তৈরি হয় কোন গাছের নির্যাস থেকে ?
(A) বেলেডোনা
(B) সিঙ্কোনা
(C) অ্যালোভেরা
(D) সর্পগন্ধা
4. মার্বেল ক্যানসারের প্রধান কারণ কি ?
(A) ঝুল কণা
(B) ক্লোরোফ্লুরো কার্বন
(C) অম্লবৃষ্টি
(D) কুয়াশা
5. "পিভিসি" এর পুরো নাম কি ?
(A) প্লাস্টিক ভিনাইল কার্বন
(B) ফেনি ভিনাইল ক্লোরাইড
(C) পলিভিনাইল কার্বনেট
(D) পলিভিনাইল ক্লোরাইড
6. Bacillus thuringiensis হল একপ্রকার -
(A) ভাইরাস
(B) ব্যাকটেরিয়া
(C) অনুন্নত শৈবাল
(D) প্রোটোজোয়া
7. "স্বপনবুড়ো" কার ছদ্মনাম ?
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) সমরেশ বসু
(C) বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র
(D) অখিল নিয়োগী
8. প্রথম কোন আফ্রিকান দেশ "COVAXIN" এর অনুমোদন করলো ?
(A) কেনিয়া
(B) জিম্বাবুয়ে
(C) ঘানা
(D) কোনটিই নয়
9. ভারতের প্রথম লোকপাল হলেন -
(A) টি এস ঠাকুর
(B) দীপক মিশ্র
(C) পিনাকী চন্দ্র ঘোষ
(D) আলতামাস কবীর
10. মাম্পস রোগের শরীরের কোন অংশ আক্রান্ত্র হয় ?
(A) ফুসফুস
(B) নাক
(C) জিভ
(D) গলা ও গাল
11. "ভিটামিন- কে" এর রাসায়নিক নাম হল -
(A) সায়ানোকোবালামিন
(B) অ্যাসকরবিক অ্যাসিড
(C) টোকোফেরল
(D) ফাইলোকুইনন
12. সম্প্রতি কোন রাজ্য "এগ্রিকালচাররাল সেনসাস" অনুষ্ঠিত করার ঘোষণা করলো ?
(A) পাঞ্জাব
(B) গুজরাট
(C) হরিয়ানা
(D) রাজস্থান
13. ভারতের সংবিধানের অভিভাবক -
(A) হাইকোর্ট
(B) রাষ্ট্রপতি
(C) সুপ্রিম কোর্ট
(D) প্রধানমন্ত্রী
14. কুমারসম্ভবম্ গ্রন্থটি কার রচিত ?
(A) কালিদাস
(B) বাণভট্ট
(C) হরিষেণ
(D) চন্দবরদাই
15. লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয় ?
(A) অস্থিমজ্জায়
(B) প্লীহায়
(C) ফুসফুসে
(D) পাকস্থলীতে
16. মরুভূমির তাপ কোন প্রাণী সহ্য করতে পারে ?
(A) ইঁদুর
(B) উট
(C) সজারু
(D) হাতি
17. কৌটিল্যের অর্থশাস্ত্র কোন ভাষায় লেখা হয়েছিল ?
(A) প্রাকৃত
(B) হিন্দি
(C) সংস্কৃত
(D) পালি
18. বরফমুক্ত পর্বতচূড়াকে কী বলে ?
(A) নুনাটকস
(B) সিরাক
(C) করি
(D) বার্গ শুন্ডা
19. তারামাছের রেচন অঙ্গটির নাম কী?
(A) কেবারের অঙ্গ
(B) বোজেনাসের অঙ্গ
(C) অ্যামিবোসাইট কোশ
(D) কক্সাল গ্রন্থি
20. সর্বাধিক বাঘ সংরক্ষণ রয়েছে কোন রাজ্যে ?
(A) মধ্য প্রদেশে
(B) কর্ণাটকে
(C) ছত্রিশগড়ে
(D) উত্তরপ্রদেশে
21. শশাঙ্কের রাজধানীর নাম কী?
(A) উজ্জয়িনী
(B) কর্ণসুবর্ণ
(C) কনৌজ
(D) রায়গড়
22. LPG ব্যবহৃত হয় সাধারণত কীসে ?
(A) রান্নার কাজে
(B) গবেষণাগারে
(C) ঘর গরম রাখতে
(D) রাস্তার বাতি জ্বালাতে
23. নিচের কোন দেশটি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় ?
(A) রাশিয়া
(B) জাপান
(C) ফ্রান্স
(D) চিন
24. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ টির নাম কি ?
(A) নন্দাদেবী
(B) নিলগিরি
(C) মানস
(D) কানহা
25. স্কুল বুক সোসাইটি কে এবং কত সালে প্রতিষ্ঠা করেন?
(A) রাজা রামমোহন রায়/১৮১৫
(B) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়/১৮১৭
(C) উইলিয়াম জোন্স/১৭৮৪
(D) ক্যালকাটা ব্যাপটিস্ট মিশন/১৮১৯
26. রমন এফেক্ট কে আবিষ্কার করেন ?
(A) সি.ভি. রমন
(B) বি.সি. রমন
(C) জে.সি. রমন
(D) সি.কে. রমন
27. 1192 সালের তরাইনের যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন ?
(A) পৃথ্বীরাজ চৌহান
(B) মহম্মদ ঘোরি
(C) ইলতুৎমিশ
(D) কুতুবউদ্দিন আইবক
28. পুনর্ভব শক্তিসম্পদের উদাহরণ হল -
(A) সূর্যালোক
(B) খনিজ তেল
(C) কয়লা
(D) উপরের সবগুলোই
29. ভারতবর্ষে কুমির প্রকল্প শুরু হয় কবে ?
(A) ১৯৫৪
(B) ১৯৫২
(C) ১৯৫১
(D) ১৯৫০
30. কাঁচা আপেলের ত্বক থেকে কোন অ্যাসিডটি পাওয়া যায়?
(A) ম্যালিক
(B) ল্যাকটিক
(C) টারটারিক
(D) গ্লাইকোলিক