Top 10 GK Album For WBCS, PSC Exam [Bengail 2021] Part - 25

নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আর ভালো প্রস্তুতি নিচ্ছো বিভিন্ন ধরনের চাকুরীর জন্য। আজ তোমাদের সাথে Share করছি খুব গুরুত্বপূর্ণ Top 10 GK Album For All Competitive Exam [Bengail 2021] Part - 25 | বাংলা জিকে অ্যালবাম - ২৫ প্রশ্ন ও তার উত্তর, সাধারনত সমস্ত রকম Comeptitive পরীক্ষায় এসেছে, যেমন - Wbp, SI, Constable, RRB, NTPC, Bank, PSC, WBCS, SSC, MTS, Food, আরও বিভিন্ন ধরনের চাকুরীতে। আমরা চেষ্টা করি সবসময় সবথেকে গুরুত্বপর্ণ পূর্ণ বিষয়ের যেমন - সাহিত্য, English, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, পরিবেশ, থেকে Special প্রশ্ন দেওয়ার। সুতরাং, দেরি না করে ঝটপট দেখে নাও, ও বন্ধুদেরও জানাও।

1. মানব দেহের সবচেয়ে প্রয়োজনীয় খনিজ পদার্থ কোনটি?

উঃ সোডিয়াম।

2. শ্বেত রক্তকণিতাকে কী বলা হয়?

উঃ রক্তের প্রহরী।

3. দাড়ি গোঁফ গজায় কোন হরমোনের জন্য ?

উঃ টেস্টোস্টেরন

4. কার্বনের গলনাঙ্ক কত ?

উঃ 3500 ℃

5. ফরাসি বিপ্লবেরর শিশু কাকে বলা হয় ?

উঃ নেপোলিয়ানকে।

6. ক্ষমতার ব্যবহারিক একক কি ?

উঃ ওয়াট।

7. মিড-ডে-মিল শুরু হয় প্রথম কোন রাজ্যে ?

উঃ তামিলনাড়ুতে।

8. আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত ?

উঃ হকি।

9. সবুজ বিপ্লবের ধারণা গৃহীত হয় কোথা থেকে ?

উঃ মেক্সিকো।

10. ব-দ্বীপকে ইংরেজিতে কী বলে?

উঃ Delta.