Repost : GK Questions And Answer Part - 1

নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সাথে Share করছি খুবই গুরত্বপূর্ণ GK Questions And Answer Part 1 এর প্রশ্ন ও উত্তর যেগুলো পড়ে ও দেখে তোমরা নিজেকে একধাপ এগিয়ে রাখবে। এবং এই GK - এর বেশির ভাগ প্রশ্ন ও উত্তর আগামী দিনের যেকোনো পরীক্ষাতেও আসতে পারে। সুতরাং, তোমরা এই অ্যালবাম টি মন দিয়ে দেখে নাও, এর যদি এই Album টির PDF লাগে তাহলে Mail করে জানিয়ে দাও... Info@askmore.in অথবা কোনো কিছু ভুল থাকলে সেটা প্রমাণ দিয়ে আমাদের মেইল করে সংশোধন করে দিন।

1. বিশ্ব যক্ষ্মা দিবস কবে ?

উঃ  ২৪ মার্চ

2. লং ওয়াক টু ফ্রিডম- কার লেখা ?

উঃ নেলসন ম্যান্ডেলা

3. কোন ভারতরত্নের জন্ম ও মৃত্যু একই দিনে ?

উঃ ডক্টর বিধানচন্দ্র রায় (১ জুলাই)

4. সেভেন সিস্টার অফ ইন্ডিয়া কী ?

উঃ উত্তর-পূর্বের সাত রাজ্যকে
একসঙ্গে সেভেন সিস্টার অফ ইন্ডিয়া
বলা হয়

5. খাঁটি জলে অক্সিজেনের পরিমান কত ?

উঃ 88.81%

6. ক্রিমিয়া উপদ্বীপ কোন দেশে ?

উঃ ইউক্রেন

7. সাহিত্যে নোবেল পেয়েছেন কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ?

উঃ উইনসটন চার্চিল

8. বিধবাবিবাহ আইন কত সালে পাশ হয় ?

উঃ ১৮৫৬ সালে

9. দেশের প্রথম জেনেরাল পোস্ট অফিস কোথায় স্থাপিত হয় ?

উঃ কলকাতা

10. Education is a better safeguard of liberty than a standing army- কার উক্তি ?

উঃ এডওয়ার্ড এভারেট

11. অরুন জেটলি স্টেডিয়াম কোথায় অবস্থিত ?

উঃ নিউ দিল্লী

12. ভারতীয় সংবিধান প্রথমবার সংশোধিত হয় কোন সালে

উঃ ১৯৫১

13. পঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী কে ?

উঃ অমরিন্দর সিং

14. হিউম্যান গ্রোথ হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয় ?

উঃ পিটুইটারি গ্রন্থি

15. বিন্দুসার কোন শাসনকালের রাজা ছিলেন ?

উঃ মৌর

16. সবুজ বিপ্লব প্রথম কোন দেশে শুরু হয় ?

উঃ মেক্সিকো

17. ভারতের প্রথম ব্যাঘ্র প্রকল্প শুরু হয় কত সালে?

উঃ 1973 সালে

18. পুষ্কর হ্রদ কোথায় ?

উঃ রাজস্থান

19. নীচের কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় ?

উঃ তাপ্তি

20. মুঘল যুগে ইস্ট ইণ্ডিয়া কোম্পানীর প্রতিনিধি হিসাবে কে ভারতে আসেন?

উঃ উইলিয়াম হকিন্স। 

21. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

উঃ লর্ড ক্যানিং। 

22. কংগ্রসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গৃহীত হয়?

উঃ লাহোর অধিবেশনে। 

23. পঞ্চতন্ত্র কে লিখেছিলেন?

উঃ বিষ্ণুশর্মা। 

24. সেন বংশের প্রতিষ্ঠাতা কে?

উঃ সামন্ত সেন ।

25. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?

উঃ আনাইমুদি I

26. সুন্দরবন ম্যানগ্রোভ বাদাবন অবস্থিত কোন জেলায় অবস্থিত ?

উঃ দক্ষিণ 24 পরগনা ।

27. ইল দুচে কার উপাধি ছিল?

উঃ মুসোলিনি।

28. আর্যরা প্রথম কবে ভারতে আসে ?

উঃ আনুমানিক ১,৫০০ খ্রিস্টপূর্বাব্দে আর্যরা প্রথম ভারতে আসে।

29. ভারতের কোন মৃত্তিকার পরিমাণ সর্বাধিক ?

উঃ) পলিমৃত্তিকা I

30. লোদী বংশের প্রতিষ্ঠাতা কে?

উঃ বহলুল লোদী ।