জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর অ্যালবাম পার্ট - ৮ | General Knowledge Questions And Answer Album Part - 8

WBP পরীক্ষার প্রস্তুতির জন্য আজকে তোমাদের সঙ্গে জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর অ্যালবাম পার্ট - ৮ | General Knowledge Questions And Answer Album Part - 8 শেয়ার করছি। এই GK গুলোর মাধ্যমে তোমরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে। এরকম ডেইলি মকটেস্ট দিতে চাইলে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আর সময় নষ্ট না করে আজকের মকটেস্ট টি দিয়ে দিন।

1. কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানী অধিকার দিয়েছিলেন ?

(A) দ্বিতীয় শাহ আলম

(B) দ্বিতীয় বাহাদুর শাহ

(C) ফারুকশিয়ার

(D) ঔরঙ্গজেব

2. রেগুর হচ্ছে -

(A) লালমাটি

(B) কৃষ্ণ মৃত্তিকা

(C) পলিমাটি

(D) ল্যাটেরাইট মৃত্তিকা

3. বিশ্ব পরিবেশ দিবস হয় -

(A) মে মাসের 5 তারিখে

(B) জুন মাসের 5 তারিখে

(C) জুলাই মাসের 5 তারিখে

(D) আগস্ট মাসের 5 তারিখে

4. মোহিনীঅট্টম নৃত্য কোন রাজ্যের ?

(A) কেরল

(B) তামিলনাড়ু

(C) পাঞ্জাব

(D) কর্ণাটক

5. কোন রাজার রাজধানী ছিল কর্ণসুবর্ণ ?

(A) লক্ষণ সেন

(B) ধর্মপাল

(C) শশাঙ্ক

(D) চন্দ্রগুপ্ত মৌর্য

6. সিঙ্কোনা গাছ থেকে যে উপক্ষার পাওয়া যায় তা হল -

(A) রেসারপিন

(B) নিকোটিন

(C) মরফিন

(D) কুইনাইন

7. নিচের কোনটি মৌলিক অধিকারের মধ্যে পড়ে না !

(A) স্বাধীনতার অধিকার

(B) সাম্যের অধিকার

(C) সম্পত্তির অধিকার

(D) প্রতিবিধানের অধিকার

8. নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কোনটি পরিমাপ পাওয়া যায় ?

(A) ত্বরণ

(B) বল

(C) কৌণিক ভরবেগ

(D) ভরবেগ

9. অভ্যন্তরীণ গন্ডগোল থেকে রাজ্যকে রক্ষা করার কেন্দ্রের দায়িত্বে উল্লেখিত আছে :

(A) 355 নং ধারায়

(B) 155 নং ধারায়

(C) 300 নং ধারায়

(D) 255 নং ধারায়

10. কবুলিয়াত ও পাট্টা কে প্রবর্তন করেছিলেন ?

(A) শেরশাহ

(B) বাবর

(C) আকবর

(D) হুমায়ুন

11. মরীচিকার জন্য দায়ী কোনটি ?

(A)প্রতিসরণ

(B)প্রতিফলন

(C)মরুভূমি

(D)অভ‍্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

12. ভারতে প্রথম চটকল স্থাপিত হয় কোন সালে ?

(A)১৮৩০ সালে 

(B)১৮৪০ সালে 

(C)১৮৫০ সালে

(D) ১৮৬০ সালে

13. ঘড়ির কাঁটার গতি কেমন গতি ?

(A)রৈখিক গতি

(B)চলন গতি

(C)ঘূর্ণন গতি

(D)স্পন্দন গতি

14. ভারতের প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত ?

(A)দিল্লিতে 

(B)মহারাষ্ট্রে 

(C)পশ্চিমবঙ্গে 

(D)আমেদাবাদে

15. মানব দেহের কোন অংশে গ্লাইকোজেম সঞ্চিত থাকে ?

(A) যকৃত 

(B)বৃক্ক 

(C)ফুসফুস 

(D)অগ্নাশয়

16. ভারতের কোন ফুটবলার প্রথম পদ্মশ্রী লাভ করেন ?

(A)চুনী গোস্বামী 

(B)প্রদীপ ব‍্যানার্জী 

(C)গোষ্ঠ পাল 

(D)মঙ্গল পুরকায়স্থ

17. গ্ৰিনমোল্ড কাকে বলে ?

(A)ছত্রাক 

(B)ঈস্ট 

(C)পেনিসিলিয়াম 

(D)মিউকর

18. সম্প্রতি "পহেলা ফাগুন" উৎসব অনুষ্ঠিত হলো কোন দেশে ?

(A) ভারত 

(B)বাংলাদেশ 

(C)শ্রীলঙ্কা 

(D)নেপাল

19. আটলান্টিক মহাসাগরে একটি শীতল স্রোত হল-

(A)লাব্রাডর স্রোত 

(B)নিরক্ষীয় স্রোত 

(C)ক‍্যানারী স্রোত 

(D)ব্রাজিল স্রোত

20. "হিন্দু প্যাট্রিয়ট" এর সম্পাদক কে ছিলেন ?

(A)হরিশচন্দ্র মুখার্জি

(B)কৃষ্ণ কুমার মিত্র

(C)বিপিনচন্দ্র পাল

(D)শিবনাথ শাস্ত্রী