জীবন বিজ্ঞান এর কুইজ টেস্ট পর্ব - 2 | Life Science Quiz Test Part - 2

1. তাপ নিয়ন্ত্রনে সহায়ক কারি ইন্দ্রিয় হল -

কান
নাক
জিভ
ত্বক

2. নারকেলের যে অংশটি খাদ্য হিসাবে আমরা গ্রহণ করি সেটি হল -

ভ্রুন
বীজপত্র
শস্য
ফলের ত্বক

3. ঘোড়ার অগ্রপদ হল____অঙ্গের উদাহরণ।

সমসংস্থ অঙ্গ
নিষ্ক্রিয় অঙ্গ
সম বৃত্তীয় অঙ্গ
কোনোটিই না

4. আয়োডিনের অভাবে কি রোগ হয় ?

প্লেগ
রাতকানা
গলগন্ড
বেরিবেরি

5. চক্ষু দানের জন্য দাতার চোখের যে অংশে প্রয়োজন সেটি হল -

লেন্স
কর্নিয়া
রেটিনা
সম্পূর্ণ চোখ

6. নিটাম হল একটি -

মিসিং লিঙ্ক
জীবন্ত জীবাশ্ম
উদ্ভিদের জীবাশ্ম
উপরের কোনটিই সঠিক নয়

7. ELISA কোন রোগ নির্ণয় পদ্ধতি ?

ক্যান্সার
AIDS
যক্ষা
পোলিও

8. সূর্যের আলো কোন ভিটামিন সংশ্লেষে সাহায্য করে ?

A
B
C
D

9. ডায়াবেটিস রোগে আক্রান্ত অঙ্গ হল -

যকৃত
প্লীহা
অগ্নাশয়
উপরের কোনোটিই না

10. ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয় ?

পিটুইটারি গ্রন্থি
থাইরয়েড গ্রন্থি
অ্যাড্রিনাল গ্রন্থি
উপরের কোনোটিই নয়

11. জেনেটিক কোডের আবিষ্কর্তা কে ?

ডক্টর এস স্বামীনাথন
জহানসন
ডক্টর রোনাল্ড রস
ডক্টর খোরানা

12. জীব বিদ্যার নিউটন কাকে বলে ?

স্লেইডন
ল্যামার্ক
ডারউইন
লিনিয়াস

13. প্যারামেসিয়াম এর গমন অঙ্গের নাম কি ?

ক্ষণপদ
সন্ধিপদ
ফ্লাজেলা
সিলিয়া

14. কোষের শক্তিঘর বলে -

ক্লোরোফিল
সাইটোপ্লাজম
মাইটোকনড্রিয়া
রাইবোজোম

15. সর্বাপেক্ষা দীর্ঘ প্রাণী কোষ হলো

স্নায়ু কোষ
পেশী কোষ
ভাজক কোষ
সংযোজক কোষ