WBP মক টেস্ট পর্ব- ২৬ | WBP Online Mock Test in Bengali Part - 26

WBP মক টেস্ট পর্ব- ২৬ | WBP Online Mock Test in Bengali Part - 26

1. বক্সারের যুদ্ধ কবে হয়েছিল?

১৭৫৭ সালে
১৭৭৮ সালে
১৭৬৪ সালে
১৭৮৩ সালে

2. তুঘলক বংশের শেষ সম্রাট কে ছিলেন?

ফিরোজ শাহ তুঘলক
সুলতান গিয়াসউদ্দিন তুঘলক
দ্বিতীয় নাসির উদ্দিন
মাহমুদ নসরত শাহ

3. আইন প্রণয়নের জন্য যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয় সংখ্যা কত ?

45
47
49
51

4. চীনা পর্যটক হিউয়েন সাঙ কার শাসনকালে ভারতে এসেছিলেন?

সমুদ্রগুপ্ত
অশোক
হর্ষবর্ধন
প্রথম কুলতুঙ্গা

5. বল্লভভাই প্যাটেলকে কে "সর্দার" উপাধি দিয়েছিলেন?

চক্রবর্তী রাজাগোপালাচারী
মহাত্মা গান্ধী
জওহরলাল নেহেরু
মহম্মদ আলি জিন্নাহ

6. তিস্তা নদীর উৎপত্তিস্থল কোন হিমবাহ?

রিমা
জেমু
মিলাম
কোনটিই নয়

7. ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বাড়ানোর ক্ষমতা শুধুমাত্র কার আছে?

ভারতের রাষ্ট্রপতি
লোকসভা
ভারতের প্রধান বিচারপতি
আইন কমিশন

8. সর্বভারতীয় কিষান সভার সম্পাদক কে ছিলন?

লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
অরবিন্দ ঘোষ
স্বামী সহজানন্দ সরস্বতী
এদের কেউই নন

9. ভোটদানের নূন্যতম বয়স ভারতে 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয় কোন দশকে?

1960 এর দশকে
1970 এর দশকে
1980 এর দশকে
1990 এর দশকে

10. পশ্চিমবঙ্গে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

মামা ভাগ্নে পাহাড়
টাইগার হিল
ফালুট
সান্দাকফু

11. ভারতে প্রথম কে প্রতীকি মুদ্রা চালু করেন?

ইলতুৎমিস
আলাউদ্দিন খিলজী
মহম্মদ বিন তুঘলক
শেরশাহ সুরি

12. ভারতের জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধান কে?

প্রধানমন্ত্রী
উপরাষ্ট্রপতি
রাষ্ট্রপতি
প্রধান বিচারপতি

13. শিখ গুরুদের কে গুরুমুখী লিপির প্রচলন করেছিলেন?

গুরু অঙ্গদ
গুরু অমরদাস
গুরু রামদাস
গুরু অর্জুনদেব

14. ভারতীয় সংবিধানের কোন ধারায় কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্কের বিষয়ে সুপারিশ করার জন্য অর্থ কমিশন গঠনের সংস্থান করা হয়েছে?

245 ধারা
280 ধারা
356 ধারা
370 ধারা

15. তিনবিঘা করিডোর পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

জলপাইগুড়ি
আলিপুরদুয়ার
শিলিগুড়ি
কোচবিহার