70+ WBP Preli Exam Very Important Questions And Answer 2021

আজকের এই পোস্টে আপনাদের সাথে শেয়ার করবো “পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর”। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মোট 70 টি প্রশ্ন- উত্তর আলোচনা করা হয়েছে আজকের এই পোস্টে। আমরা আশাবাদী এইসব গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি থেকে প্রশ্ন কমন আসতে পারে। একনজরে দেখে নিন গুরুত্ত্বপূর্ণ 70 টি প্রশ্ন।

1. গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে?

উঃ শ্রীগুপ্ত।

2. কত খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যু হয়?

উঃ 323 খ্রীষ্টপূর্বাব্দে।

3. সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন?

উঃ হরিষেণ।

4. জৈনদের 24 তম বা শেষ তীর্থঙ্কর কে ছিলেন?

উঃ মহাবীর।

5. চৈনিক পর্যটক ফা-হিয়েন কার সময় ভারতে আসেন?

 উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্তের।

6. একশালা বন্দোবস্ত চালু করেন কে?

উঃ 1777 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস।

7. কত খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?

উঃ 1817 খ্রিস্টাব্দে।

8. পরমশূন্য উষ্ণতার মান কত?

উঃ -273℃

9. পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি?

উঃ পশ্চিম বর্ধমান।

10. কোন বর্ণের আলোর চ্যুতি কম?

উঃ লাল।

11. শেষ মোগল সম্রাট কে ছিলেন?

 উঃ দ্বিতীয় বাহাদুর শাহ।

12. বিশ্ব জল দিবস কবে পালিত হয়?

Ans - ২২ মার্চ।

13. তানসেনের আসল নাম কি?

উঃ রামতনু পান্ডে।

14. Covid- 19 মোকাবিলায় কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের হেল্পলাইন নম্বর-

১০৭৫

15. PSLV পুরো নাম কি?

 উঃ পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলস।

16. দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন?

উঃ লর্ড ক্লাইভ।

17. ভারতে ইক্তা প্রথার প্রবর্তন কে করেন?

উঃ ইলতুৎমিস।

18. সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন?

উঃ 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে 17 বার।

19. ভারতের তোতাপাখি কাকে বলা হয়?

 উঃ আমির খসরুকে।

20. চাঁদ, সূর্য এবং পৃথিবীর একই সরলরেখায় অবস্থান কে কি বলে?

উঃ সিজিগি।

21. তেলেঙ্গানা রাজ্য কবে গঠিত হয়েছিল?

Ans- ২০১৪ সালের ২ জুন।

22. কাকে ভারতের রূঢ় বলা হয়?

উঃ দুর্গাপুর।

23. ভারতের বৃহত্তম কয়লা উৎপাদন কেন্দ্র কোনটি?

 উঃ ঝাড়খণ্ডের ঝরিয়া।

24. আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়?

Ans- ২১ জুন।

25. দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার কাকে বলা হয়?

 উঃ কোয়েম্বাটুর।

26. গ্যালভানাইজেশন কোন ধাতু দ্বারা করা হয়?

উঃ জিংক ধাতু।

27. কত খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যু হয়?

উঃ 323 খ্রীষ্টপূর্বাব্দে।

28. সম্প্রতি কোন দেশ শিল্প ও চিকিৎসার জন্য গাঁজা চাষকে বৈধ ঘোষণা করল?

Ans- লেবানন।

29. সদ্যপ্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কত সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন?

উঃ 2012 সালে

30. পশ্চিমবঙ্গে কয়টি ব্যাঘ্র প্রকল্প রয়েছে?

উঃ ২ টি

31. সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল?

উঃ কৃষিকার্য।

32. বিশ্বের কোন দেশ সর্বপ্রথম 6G স্যাটেলাইট লঞ্চ করলো?

উঃ চীন।

33. গঙ্গা নদীর দূষণ রোধ করতে বিশ্বব্যাংক ভারতকে কত আর্থিক সাহায্য দিচ্ছে?

উঃ 400 মিলিয়ন ডলার।

34. জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয়?

Ans- ২৪ এপ্রিল।

35. ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি?

উঃ মালদ্বীপ।

36. মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য বজায় রাখে?

 উঃ লঘু মস্তিষ্ক।

37. হেপাটাইটিস বি ভাইরাসটি মানবদেহের কোন অঙ্গ কে আক্রমণ করে?

উঃ যকৃত।

38. কার জন্মদিন উপলক্ষে 1 জুলাই জাতীয় ডাক্তার দিবস পালিত হয়?

উঃ বিধানচন্দ্র রায়।

39. SAARC -এর নবীনতম সদস্য দেশ কোনটি?

উঃ আফগানিস্থান।

40. কোন মৃত্তিকার জল ধারণ ক্ষমতা বেশি?

উঃ কৃষ্ণ মৃত্তিকা।

41. ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি কেন্দ্র কোনটি?

উঃ তামিলনাড়ুর কালাপক্কম।

42. চিপকো আন্দোলন কত সালে সংঘটিত হয়েছিল?

উঃ 1973

43. কোন বর্ণের আলোর চ্যুতি বেশি?

 উঃ বেগুনি।

44. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়?

 Ans- ২১ ফেব্রুয়ারী।

45. National Youth Day কবে পালিত হয়?

 Ans- ১২ জানুয়ারী।

46. কেন্দ্রীয় সরকার দ্বারা ২০২০ সালের পদ্ম পুরস্কারে মোট কত জনকে পুরস্কৃত করা হয়েছে?

 Ans- ১৪১ জনকে।

47. কত সালে গান্ধী-আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়?

উঃ 1931 খ্রিস্টাব্দের 5 মার্চ।

48. ইরাকের রাজধানীর নাম কি?

 উঃ বাগদাদ।

49. নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল?

উঃ 1946 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি।

50. কোন মৌলকে দুষ্ট মৌল বলা হয়?

উঃ হাইড্রোজেন।

51. আতস কাচ কি ধরনের লেন্স?

উঃ উত্তল লেন্স।

52. মিউটেশন তত্ত্বের প্রবক্তা কাকে বলা হয়?

উঃ হুগো দে ভ্রিস।

53. তহকিক-ই-হিন্দ গ্রন্থের রচয়িতা কে ?

 উত্তরঃ আলবিরুণী। 

54. আকবর কাকে খান-ই-খানান উপাধিতে ভূষিত করেন ?

উত্তরঃ বৈরাম খাঁ। 

55. ভারতের সামরিক শহর কাকে বলা হয় ?

উত্তরঃ মিরাট।

56. অর্জুন পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয় ?

উত্তরঃ ১৯৬১ সাল। 

57. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে দেওয়ানি লাভ করে ?

উত্তরঃ ১৭৬৫ সাল। 

58. বায়ু আয়নিত থাকে কোন স্তরে ?

উত্তরঃ থার্মোস্ফিয়ার। 

59. ভূমধ্যসাগরের চাবি কাকে বলে ?

 উত্তরঃ জিব্রাল্টর প্রণালীকে। 

60. ভারতের প্রাচীনতম লিপির নাম কি ?

উত্তরঃ সোহর লিপি। 

61. অরবিন্দ ঘোষের গুরু কে ছিলেন ?

 উত্তরঃ ঠাকুর সাহেব।

62. রোম শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?

উত্তরঃ টাইবার। 

63. বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি ?

উত্তরঃ মেসোস্ফিয়ার। 

64. রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান ?

উত্তরঃ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। 

65. শিবাজী স্টেডিয়াম (হকি) কোথায় অবস্থিত ?

উত্তরঃ নিউ দিল্লী।

66. অযৌন জননের একক হল –

Ans -  রেনু

67. ফ্যাদোমিটার যন্ত্রদ্বারা কি মাপা হয় ?

উত্তরঃ সমুদ্রের গভীরতা। 

68. নিউ ইন্ডিয়া পত্রিকার প্রকাশক কে ছিলেন ?

উত্তরঃ অ্যানি বেসান্ত। 

69. গণেশ জননী ছবিটি কার আঁকা ?

উত্তরঃ যামিনী রায়। 

70. Three Musician ছবিটি কার আঁকা ?

উত্তরঃ পাবলো পিকাসো।