রেলওয়ে গ্রুপ ডি স্পেশাল মক টেস্ট বাংলায় পর্ব - 4 | Railway Group-D Online Test
রেলওয়ে গ্রুপ ডি স্পেশাল মক টেস্ট বাংলায় পর্ব - 4 | Railway Group-D Online Test
প্রিয় বন্ধু,
আপনারা সবাই কেমন আছেন ? আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Railway Group-D (Bengali) Online Mock Test | Railway Group-D Online Mock Test in Bengali 2021 যা আপনাদের রেলওয়ে পরীক্ষায় বিশেষ ভাবে সাহায্য করবে | তাই আর দেরী না করে নিচে Mock Test দিন |
Railway Group-D (Bengali ) Online Practice set Series 2020 in Bengali SYLLABUS অনুযায়ী তৈরী করা হয়ছে |
1. কোন মুঘল সম্রাট তামাক ব্যবহার নিষিদ্ধ করেছিলেন?
জাহাঙ্গীর
বাবর
ওরঙ্গজেব
কোনটাই নয়
Correct Answer
Wrong Answer
2. কোনটি তামিলনাড়ুর সর্বাধিক জনপ্রিয় লোক নিত্য ?
কত্থক
কথাকলি
কারাগাম
কোনটাই নয়
Correct Answer
Wrong Answer
3. 1 কেজি তরল বাষ্পে পরিণত হলে শোষিত তাপ কে বলা হয় ?
বরফের ঘনীভবনের লীন তাপ
বাষ্পীভবনের লীন তাপ
উর্ধ্বপাতন এর লীন তাপ
কোনটাই নয়
Correct Answer
Wrong Answer
4. লসুং উৎসব টি কোথায় জনপ্রিয় ?
হিমাচল প্রদেশ
সিকিম
অরুণাচল প্রদেশ
ত্রিপুরা
Correct Answer
Wrong Answer
5. 2021 সালে world economic forum এর আয়োজন (host) করবে ?
আমেরিকা
ভারত
সিঙ্গাপুর
কোনটাই নয়
Correct Answer
Wrong Answer
6. ভারতের অর্ধনঙ্গ ফকির -ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে বলেছিলেন ?
তেজ বাহাদুর
গান্ধীজি
মহম্মদ আলি
আম্বেদকার
Correct Answer
Wrong Answer
7. প্রতিধ্বনি শোনা যায় যখন প্রতিফলক তলের?
আয়তন কম হয়
ক্ষেত্র বেশি হয়
ক্ষেত্র কম হয়
কোনটাই নয়
Correct Answer
Wrong Answer
8. 22x-40=207+3x হয় তবে x= ?
13
25
18
কোনটাই নয়
Correct Answer
Wrong Answer
9. একটি বই 680 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়। বইটি 880 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ?
14% ক্ষতি
13% লাভ
12% ক্ষতি
10% লাভ
Correct Answer
Wrong Answer
10. কে বলেছিলেন আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে ?
আবুল কালাম আজাদ
গোপালকৃষ্ণ গোখলে
নেহেরু
কোনটাই নয়
Correct Answer
Wrong Answer
11. সরল দোলন গতি তে কোন রাশিটি ধ্রুবক এর সাথে থাকে?
বিস্তার
কৌণিক দূরত্ব
পর্যায়কাল
Correct Answer
Wrong Answer
12. আলোকবর্ষ যা পরিমাপ করার জন্য ব্যবহার হয় তা হল ?
আলোর তীব্রতা
মহাজাগতিক দূরত্ব
সময়
কোনটাই নয়
Correct Answer
Wrong Answer
13. চারটি সংখ্যা যুক্তি দেয়া হয়েছে যার মধ্যে তিনটি কোনভাবে একরকম এবং অপরটি ভিন্ন বেমানান টি খুঁজে বের করুন?
7,6
15,3
9,5
45,1
Correct Answer
Wrong Answer
14. গ্রাফিন কি?
কার্বনের ক্ষুদ্রতম কাঠামো
কার্বনের একটি আইসোটোপ
কার্বনের একটি সংকর
কোনটাই নয়
Correct Answer
Wrong Answer
15. ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ?
ক্লেমেন্ট
লয়েড জর্জ
উইনস্টন চার্চিল
ম্যাকডোনাল্ড
Correct Answer
Wrong Answer
16. একজন মহিলা তার বাড়ি থেকে শুরু করে দক্ষিণের দিকে 15 কিমি হাঁটেন। তিনি ডান দিকে ঘোরে এবং 35 কিমি পথ হাঁটেন । আবার তিনি ডান দিকে ঘুরে 15 কিমি পথ হাঁটেন। তারপর তিনি বাম দিকে ঘুরে 5 কিমি হাঁটেন। তার বাড়ি এখন কত দূরে?
20
40
10
কোনটাই নয়
Correct Answer
Wrong Answer
17. কোন বছর সম্মতি প্রদান এর বয়স আইন পাশ হয়?
1856
1881
1891
কোনটাই নয়
Correct Answer
Wrong Answer
18. A, B, C একটি ব্যবসাতে যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য, 1400 টাকা 5 মাসের জন্য এবং 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। ব্যবসার শেষে মোট 8900 টাকা লাভ হলে, B কত টাকা পাবে ?
AskMore.In – এ সকলকে স্বাগতম। বাংলায় সকল প্রকার পরীক্ষার, যেমন – Railway Group D, PSC Clerkship, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WBP, Abgari, Constable, WBP SI, WBP Constable, ICDS Supervisor, Railway Group D, RRB, NTPC, PSC Miscellaneous বিভিন্ন বিষয়ের উপর যথা – জি.আই, রিসনিং, ভূগোল,রাষ্ট্রবিজ্ঞান,ইতিহাস, বিজ্ঞান, পরিবেশ, সাহিত্য, খেলাধুলা, প্রস্তুতির জন্য নোটস, ও ওয়েবসাইটে সকল তথ্য প্রদান করা।
This website collects cookies to deliver better user experience And increase the loading speed of the site. Check out ourPrivacy Policy& Disclaimerto know more about this