General Knowledge in Bengali Part -12
নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আর ভালো প্রস্তুতি নিচ্ছো বিভিন্ন ধরনের চাকুরীর জন্য। আজ তোমাদের সাথে Share করছি খুব গুরুত্বপূর্ণGeneral Knowledge in Bengali Part -12 প্রশ্ন ও তার উত্তর, সাধারনত সমস্ত রকম Comeptitive পরীক্ষায় এসেছে, যেমন - Wbp, SI, Constable, RRB, NTPC, Bank, PSC, WBCS, SSC, MTS, Food, আরও বিভিন্ন ধরনের চাকুরীতে। আমরা চেষ্টা করি সবসময় সবথেকে গুরুত্বপর্ণ পূর্ণ বিষয়ের যেমন - সাহিত্য, English, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, পরিবেশ, থেকে Soecial প্রশ্ন দেওয়ার। সুতরাং, দেরি না করে ঝটপট দেখে নাও, ও বন্ধুদেরও জানাও।
1. 'DNA' এর গঠন কারা আবিষ্কার করেছিলেন ?
উঃ Biologist James Watson and English physicist Francis Crick
2. জাপানের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র কোনটি ?
উঃ ওসাকা
3. ব্যাকটেরিয়া কে ধ্বংস করার জন্য লালারসে কি উৎসেচক থাকে ?
উঃ লাইসোজোম
4. সৈয়দ বংশের পতন ঘটান কে ?
উঃ বহুলুল লোদী
5. ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত ?
উঃ ০.১৫ - ১.৫ %
6. বাতাসে নাইট্রোজেন এর পরিমাণ কত ?
উঃ ৭৮.০২%
7. সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি ?
উঃ লিথিয়াম
8. পরমানুর সর্বাপেক্ষা হালকা কোনা কোনটি ?
উঃ ইলেকট্রন
9. অমৃতসর প্রতিষ্ঠা করেন কে ? উওর :-
উঃ গুরু রামদাস
10. বাহমনী রাজ্যের রাজধানী কোথায় ছিল ?
উঃ গুলবর্গা
11. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে এবং কার কাছ থেকে প্রথম বাংলাদেশে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার লাভ করেন?
উঃ1691 খ্রীঃ মোগল সম্রাট ঔরঙ্গজেবের নির্দেশে বাংলার শাসনকর্তা ইব্রাহিম খানের কাছ থেকে।
12. স্বাধীন মহীশূর রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উঃহায়দার আলী।
13. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে মুর্শিদাবাদের টাঁকশাল ব্যবহারের অনুমতি পায়?
উঃ1717 খ্রিস্টাব্দে (ফারুকশিয়ারের ফরমান অনুসারে)।
14. ভারতের প্রথম এশিয়ান গেমসের সোনাজয়ী মহিলা কে?
উঃ কমলজিৎ সাঁধু।
15. ভারতের প্রথম মহিলা ওলিম্পিক ইভেন্ট ফাইনালিস্ট কে?
উঃ পি. টি. উষা।
16. ভারতের প্রথম মহিলা ডক্টরেট (বিজ্ঞান) কে?
উঃ অসীমা চ্যাটার্জী।
17. জমিদার সভার প্রথম সভাপতি কে ছিলেন?
উঃ রাধাকান্ত দেব।
18. ভিনেগার কাকে বলে ?
উঃ ৪% -১০% এসিটিক অ্যাসিডের জলীয় দ্রবনকে
19. "কলকাতা মেডিক্যাল কলেজ" কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1835 খ্রীঃ।
20. মুর্শিদকুলি খাঁর প্রকৃত নাম কি ছিল?
উঃ মহম্মদ হাদি
21. ক্রীপস মিশনের ব্যর্থতার পর ভারতে কোন আন্দোলন শুরু হয়েছিল?
উঃ ভারত ছাড়ো আন্দোলন।
22. 'ডন সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?
উঃ সতীশচন্দ্র মুখোপাধ্যায়।
23. 'উড স্পিরিট ' কী ?
উঃ মিথাইল এলকোহল
24. 'তিন আইন' কবে পাশ হয়?
উঃ 1872 খ্রীঃ।
25. ইলবার্ট বিল আন্দোলন কবে হয়েছিল?
উঃ 1883 খ্রীঃ
26. 'দক্ষিণ ভারতের বিদ্যাসাগর ' কাকে বলা হয়?
উঃ বিরসা লিঙ্গম পান্ডালু।
27. স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব কে ছিলেন?
উঃ ভি.পি.মেনন।
28. ফারুকশিয়ারের ফরমান কবে জারি হয়?
উঃ1717 খ্রিস্টাব্দে।
29. বৃহত্তম পেশী কোনটি ?
উঃ গ্লুটিয়াস।
30. মারাঠা জাতির নেপোলিয়ন কাকে বলা হয়?
উঃপ্রথম বাজিরাও (গ্রান্ট ডাফ অভিহিত করেছেন)
31. আলবুকার্ক কবে বিজাপুরের সুলতানের কাছ থেকে গোয়া দখল করেছিলেন?
উঃ1510 খ্রিস্টাব্দে।
32. মহম্মদ হাদিকে কে মুর্শিদকুলি খাঁ উপাধি দিয়েছিলেন?
উঃ মোগল সম্রাট ঔরঙ্গজেব।
33. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে এবং কার কাছ থেকে প্রথম বাংলাদেশে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার লাভ করেন?
উঃ1691 খ্রীঃ মোগল সম্রাট ঔরঙ্গজেবের নির্দেশে বাংলার শাসনকর্তা ইব্রাহিম খানের কাছ থেকে।
34. সিরাজউদ্দৌলা কবে ইংরেজদের কাশিমবাজার কুটি আক্রমণ করেছিল?
উঃ1756 খ্রিস্টাব্দের 4ঠা জুন।
35. ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়?
উঃনানা ফড়নবিশ।