GK Mock Test In Bengali For Constable Part - 8 || বাংলায় জিকে প্রশ্নোত্তর পর্ব - ৮

নমস্কার সকলকে, তোমাদের সবার জন্যে আজ নিয়ে এলাম নতুন কুইজ টেস্ট প্রতিযোগিতা। এই GK Mock Test In Bengali For Constable Part - 8 || বাংলায় জিকে প্রশ্নোত্তর পর্ব - ৮ - এ শুধু WBP Constable এই নয়, সমস্ত রকম পরীক্ষার জন্য প্রশ্ন করা আছে যাতে সব competitive exam এ জন্য যাচাই হয়ে যাবে তোমরা কেমন প্রস্তুতি নিয়েছো। সুতরাং, আর দেরি নয় 10 টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যাটেন্ড করো আর জেনে নাও নিজের প্রস্তুতি কেমন হয়েছে।

1. নিম্নলিখিত কোন শহরটি সোনার ফটকের নগর নামে পরিচিত?

সানফ্রান্সিসকো
ক্যালিফোর্নিয়া
লস অ্যাঞ্জেলস
ওয়াশিংটন

2. পাইথন জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীতে অবস্থিত?

গঙ্গা
কাবেরী
নর্মদা
গোদাবরী

3. নিম্নের কোনটি একটি উভয়লিঙ্গ উদ্ভিদ?

সন্ধ্যামালতী
সিম
টমেটো
লাউ

4. ভারতের আরাবল্লী ও ইউরোপের পেনিনস পর্বতমালা হল ——– পর্বতের উদাহরণ।

প্রাচীন
পাললিক
ভঙ্গিল
নব্য

5. কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে কম?

বুধ
শনি
পৃথিবী
শুক্র

6. নিম্নের কোন উদ্ভিদের পরাগযোগ পাখি মাধ্যমে হয়?

ধান
আম
সূর্যমুখী
শিমুল

7. বিখ্যাত স্ফিংক্স কোথায় অবথিত?

সৌদি আরব
মিশর
ইতালি
থ্যাইল্যান্ড

8. নিম্নলিখিত কোন রাজ্যের ভ্যালি অফ ফ্লাওয়ার্স অবস্থিত?

কাশ্মীর
হিমাচল প্রদেশ
নাগাল্যান্ড
উত্তরাখণ্ড

9. মাশরুমের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত?

লিপিড
কাইটিন
লিগনিন
সুবেরিন

10. টমাস কেভলিয়ার কত সালে প্রোটিস্টা জগতকে ভাগ করেন?

২০০১ সালে ।
২০০২ সালে।
২০০৩ সালে।
২০০৪ সালে।