ভারতের নদনদী সম্পর্কিত জিকে প্রশ্নোত্তর | GK Questions and Answer on rivers in India

ভারতের নদনদী সম্পর্কিত জিকে প্রশ্নোত্তর | GK Questions and Answer on rivers in India
ভারতের নদনদী সম্পর্কিত জিকে প্রশ্নোত্তর | AskMore.In

■ উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা বলে - বিন্ধ্য পর্বতকে

■ ভারতের প্রধান নদীর নাম হলো - গঙ্গা

■ গঙ্গা নদীর দৈর্ঘ্য হলো - ২৫১০ কিমি।

■ গঙ্গার গতিপথকে ভাগে ভাগ করা যায - তিন ভাগে।

গঙ্গা নদীর উচ্চগতি  বিস্তৃত - গোমুখ তুষার গুহা থেকে হরিদ্বার পর্যন্ত।

■ গঙ্গানদীর  মধ্যগতি  বিস্তৃত - হরিদ্বার থেকে বিহারের রাজমহল পর্যন্ত।

■ গঙ্গানদীর  নিম্নগতি  বিস্তৃত - বিহারের রাজমহল থেকে মোহনা পর্যন্ত।

■ দেবপ্রয়াগের কাছে যে নদী গঙ্গায় এসে মিশেছে - অলকানন্দা

■ ভাগীরথী ও অলকানন্দার মিলিত প্রবাহের নাম হলো - গঙ্গা

■ গঙ্গার প্রধান উপনদীর নাম হলো - যমুনা

■ যমুনা নদীর উৎপত্তি হলো - কুমায়ুন হিমালয়ের  যমুনেত্রী হিমবাহ থেকে।

■ যমুনা নদীর তিনটি উপনদীর নাম হলো -  চম্বল , বেতোয়া, কেন।

■ গঙ্গার বামতীরের উপনদী গুলির নাম হলো - রামগঙ্গা , গোমতী, ঘর্ঘরা , গণ্ডক , কোশী।

■ গঙ্গার ডানতীরের উপনদী গুলির নাম হলো - যমুনা, শোন্ ।

■ গঙ্গানদীর তীরে অবস্থিত চারটি শহরের নাম হলো - কোলকাতা,পাটনা,এলাহাবাদ,কানপুর।

■ উত্তর-পশ্চিম ভারতের প্রধান নদীর নাম হলো - সিন্ধু নদ।

■ সিন্ধুনদীর  উৎপত্তি হলো - তিব্বতের সিন – খা – বাদ হিমবাহ থেকে।

■ সিন্ধুর পাঁচটি উপনদীর নাম হলো - শতদ্রু,বিপাশা,বিতস্তা,চন্দ্রভাগা,ইরাবতী।

■ কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে যে নদী প্রবাহিত হয়েছে - ঝিলাম নদী।

হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতা গড়ে উঠেছিল - সিন্ধু নদের তীরে।

■ উত্তর – পূর্ব ভারতের প্রধান নদীর নাম হলো - ব্রহ্মপুত্র

■ ব্রহ্মপুত্রের উৎপত্তি হলো - তিব্বতের রাক্ষসতাল মানস সরােবরের কাছে চেমায়ুং দুং হিমবাহ থেকে।

■ তিব্বতে ব্রহ্মপুত্র নদের নাম হলো - সাংপো

■ যে যে নদীর মিলিত ধারার নাম ব্ৰহ্মপুত্র ডিবং , ডিহং ও লোহিত, নদীর মিলিত ধারার নাম - ব্রহ্মপুত্র

■ ব্রহ্মপুত্রের দুটি উপনদীর নাম হলো - সুবর্ণশিরি ও ভরলী

■ লুনি যে অঞ্চলে পড়েছে - কচ্ছের রাণ অঞ্চলে

■ রাজস্থানের প্রধান নদীর নাম হলো - লুনি।

■ প্রবাহের দিক অনুসার দক্ষিণ ভারতের নদী গুলিকে প্রধান যে ভাগে ভাগ করা যায় - পূর্ববাহিনী নদী ও পশ্চিমবাহিনী নদী

■ ভারতের বিখ্যাত হুড্র জলপ্রপাতের সৃষ্টি হয়েছে - সুবর্ণরেখা নদীর গতিপথে।

■ দক্ষিণ ভারতের প্রধান নদীর নাম হলো - গোদাবরী

■ সবরমতী নদী উৎপন্ন হয়ে যে উপসাগরে পড়েছে - আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়ে গুজরাটের কাম্বে উপসাগরে পড়েছে।

■ গঙ্গানদীর অববাহিকার আয়তন হলো - ৮.৩৮ লক্ষ বর্গ কিমি।

■ ভারতের দুটি হ্রদের নাম হলো - রাজস্থানের সম্বর ও কাশ্মীরের ডাল।

■ গঙ্গা ছাড়া ভারতের আর চারটি নদীর নাম হলো যাদের 'ব' – দ্বীপ আছে মহানদী , গদাবরী , কৃষ্ণা , কাবেরী নদীর মোহনায়  ব – দ্বীপ আছে।

■ ব্রহ্মপুত্র নদ সাংপো নামে পরিচিত তিব্বতে

■ ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম হলো - লুনি

■ দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো - গোদাবরী

■ ভারতের সর্বোচ্চ জলপ্রপাতটির নাম হলো - গেরসোপ্পা

■ নর্মদা নদীর উৎস হলো - মধ্যপ্রদেশের মহাকাল  পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছ।