জিকে প্রশ্নোত্তর পর্ব - ২ | GK Questions And Answer Part - 2

GK Questions And Answer Part - 2 Especially History Subject For All Competitive Exam Like si, wbp constable, food, rrb, ntpc, bank, etc.

1. আরবদের সিন্ধু বিজয়ের সময় সিন্ধুদেশের রাজা কে ছিলেন?

উ:দাহির।

2. কার নেতৃত্বে সিন্ধুদেশে আরব আক্রমণ ঘটেছিল?

উ:মহম্মদ বিন কাশেম(712খ্রীঃ)।

3. গজনীর সুলতান মামুদ মোট কতবার ভারত আক্রমণ করেছিলেন?

উ: 17 বার।

4. কার নেতৃত্বে ভারতে প্রথম তুর্কী আক্রমণ ঘটেছিল?

উ: গজনির সুলতান মামুদ।

5. তরাইনের প্রথম যুদ্ধ কবে ঘটেছিল?

উ:1191 খ্রীঃ(মহম্মদ ঘোরী ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে)

6. ''পৃথ্বীরাজ রাসো'' গ্রন্থটি কার লেখা?

উঃ চাঁদ বরদৈই।

7. আলাই দরওয়াজা কে নির্মাণ করেন?

উঃ আলাউদ্দিন খলজি।

8. কুয়াৎ উল ইসলাম মসজিদ কে নির্মাণ করেন?

উঃ কুতুবউদ্দিন আইবক।

9. আড়াই দিন কা ঝোপড়া কে নির্মাণ করেন?

উঃ কুতুবউদ্দিন আইবক।

10. চল্লিশ চক্র কে গঠন করেন?

উঃ ইলতুৎমিস।

11. শশাঙ্ক - এর রাজধানী কোথায় ছিল ?

উঃ কর্ণসুবর্ণ

12. চোলদের স্বর্ণ মুদ্রার নাম কি?

উঃ কাসু

13. "কৌলিন্য" - প্রথার প্রবর্তন কে করেন ?

উঃ বল্লাল সেন

14. শিশু নাগ বংশের প্রতিষ্ঠাতা কে ?

উঃ শিশু নাগ।

15. বিম্বিসারের সময় মগধের রাজধানীর নাম কি ছিল ?

উঃ রাজগৃহ

16. অজন্তা গুহা মন্দির নির্মিত হয় কোন ?

উঃ গুপ্ত যুগে ।

17. মেগাস্থিনিস কার সময় ভারতে আসেন ?

উঃ চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে।

18. শিখদের ধর্মগ্রন্থের নাম কি ?

উঃ গ্রন্থসাহেব।

19. ভারতের তোতাপাখি কাকে বলা হত ?

উঃ আমির খসরু কে। 

20. কোন মোগল সম্রাট মনসবদারি প্রথা চালু করেন ?

উঃ আকবর ।