জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর অ্যালবাম পার্ট - 6 | General Knowledge Questions And Answer Album Part - 6

Hello, My All Dear User/Student, তোমাদের সাথে Share করছি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর অ্যালবাম পার্ট - 6 | General Knowledge Questions And Answer Album Part - 6 থেকে 40 টি জেনারেল নলেজ এর প্রশ্ন ও উত্তর ইতিহাস বিষয় এর উপর থেকে। ভারত স্বাধীন হওয়ার আগে আমাদের এই বাংলা ও ভারত জুড়ে যে বিদ্রোহ, সভা- সমিতি, আন্দোলন, পত্রিকা প্রকাশ, এই সব নিয়েই এই GK Questions And Answers In Bengali. সুতরাং দেরি না করে ঝটপট চোখ বুলিয়ে নাও নতুন করে। এছাড়া আরো যদি প্রশ্ন ও উত্তর প্রয়োজন হয় কিংবা, pdf লাগে, যদি কোনো প্রশ্ন ও উত্তর ভুল থাকে সেটিও কমেন্টে জানান ।

1. অনিয়তাকার কঠিন পদার্থের উদাহরণ দাও -

উঃ কাঁচ, চক, পিচ।

2. ভারতের কোন রাজ্যে খালের সাহায্যে সবথেকে বেশি সেচ করা হয় ?

উঃ উত্তর প্রদেশ

3. সোডা ওয়াটার এ কোন গ্যাস ব্যবহৃত করা হয় ?

উঃ কার্বন ডাই অক্সাইড

4. নীল কমিশন কত সালে গঠন করা হয় ?

উঃ 1860 সালে।

5. বিশ্বের বৃহত্তম সমুদ্র গর্ভে তৈল খনি কোনটি ?

উঃ সাফানিয়া

6. মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড উৎপন্ন হয় ?

উঃ হাইড্রোক্লোরিক অ্যাসিড।

7. সবথেকে আকর্ষনীয় উদীয়মান বাজারের তালিকায় পৃথিবীতে ভারতের স্থান কত ?

উঃ দ্বিতীয় স্থানে। (প্রথম স্থানে রয়েছে চীন)

8. ভারতীয় সুপ্রিম কোর্টের 48 তম প্রধান বিচারপতি কে হতে চলেছেন ?

উঃ নুথালা পতি ভেঙ্কট রামন।

9. 2021 সালে বিজয় হাজারে ট্রফি কোন দল চ্যাম্পিয়ন হলো ?

উঃ মুম্বাই (উত্তরপ্রদেশকে 6 উইকেট হারিয়ে।)

10. ব্যাকটেরিয়া কি ধরনের খাদ্য গ্রহণে সক্ষম ?

উঃ তরল খাদ্য।

11. কোন ভারতীয় দার্শনিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম করন করেন "পরমাণু" ?

উঃ কনাদ

12. ভিজে কোবাল্ট ক্লোরাইড কাগজের রং কি ?

উঃ গোলাপি

13. হিন্দু পাদ পাদশাহী আদর্শ কে ঘোষণা করেন ?

উঃ প্রথম বাজিরাও

14. মান্নার উপসাগর টি কোথায় আছে?

উঃ তামিলনাড়ুর পূর্বে।

15. চীনের সর্বশ্রেষ্ঠ নগর কোনটি?

উঃ সাংহাই

16. S.I পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হল -

উঃ মিটার

17. পেশবা তন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উঃ বালাজি বিশ্বনাথ

18. আলিগড় মুসলিম ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করেছিলেন ?

উঃ স্যার সৈয়দ আহমেদ খান।

19. 2022 সালে কোন দেশে এশিয়ান ফুটবল কনফেডারেশন মহিলা এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ?

উঃ ভারতে।

20. সানাই কোন ধরনের প্রোটিন পাওয়া যায় ?

উঃ সংযুক্ত প্রোটিন।

21. সুলতান মামুদ এর বাবার নাম কি ছিল ?

উঃ সুবক্তগীন

22. কোন শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা পাওয়া যায় ?

উঃ দ্বিতীয় শ্রেণীর লিভার।

23. কোন দেশের নাগরিক শব্দটির উৎপত্তি হয় ?

উঃ গ্রীস।

24. ভারত সরকারের সব ধরনের চুক্তি কার নামে করা হয় ?

উঃ ভারতের রাষ্ট্রপতির নামে।

25. লুনি নদীর উপনদী কি কি ?

উঃ সুকরি ও জাওয়াই।

26. ভুটানের দীর্ঘতম নদীর নাম কি ?

উঃ মানস সরোবর।

27. ভারতে ইংরেজি শিক্ষা কার আমলে চালু হয় ?

উঃ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।

28. কোন দেশের নামের অর্থ পাথরের বাড়ি ?

উঃ জিম্বাবুয়ে।

29. কোন তথ্যপ্রযুক্তি সংস্থা সম্প্রীতি 'কল ফর কোড গ্লোবাল চ্যালেঞ্জ' নামে কোডিং কম্পিটিশনের আয়োজন করল ?

উঃ IBM

30. 'ইউনিভার্সিটি অ্যাক্ট' কোন ভাইসরয়ের আমলে চালু হয় ?

উঃ লর্ড কার্জনের আমলে।

31. দুটি তরল মৌলের নাম বলো !

উঃ ব্রোমিন ও পারদ।

32. কোন রংয়ের কাপে চা তারাতারি ঠান্ডা হয় ?

উঃ কালো।

33. লাফিং গ্যাস এর রাসায়নিক নাম কী ?

উঃ নাইট্রাস অক্সাইড

34. পৃথিবীতে মোট মৌলিক পদার্থের সংখ্যা কত ?

উঃ ১০৯ টি।

35. কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয় ?

উঃ তামা

36. আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন ?

উঃ মেঘ ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণে বাধা দেয় বলে

37. সাধারণ বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ব্যবহৃত হয় ?

উঃ নাইট্রোজেন

38. দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর ?

উঃ লাল

39. রেডিও কে আবিস্কার করেন ?

উঃ মার্কনি

40. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী ?

উঃ ট্যাকমিটার