Online GK Mock Test in Bengali Part - 34

Online GK Mock Test in Bengali Part - 34 For All Competitive Exam Like Wbcs, Wbp, Si, Abgari, Food, MTS, etc

1. তানপুরা বাদ‍্যযন্ত্রের কটি তার আছে ?

পাঁচটি
চারটি
দুটি
একটি

2. মানুষের ক্ষণস্থায়ী গ্ৰন্থি কোনটি ?

থাইমাস
অগ্নাশয়
থাইরয়েড
পিটুইটারি

3. ভারতীয় বংশোদ্ভূত দ্বিতীয় মহিলা হিসাবে মহাকাশে উড়তে চলেছেন কে ?

বৈশাখী শর্মা
ববিতা তোমার
শিরিশা বান্দলা
মনীষা কৈরালা

4. সিঙ্গলীলা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?

পশ্চিমবঙ্গ
আসাম
ওড়িশা
ঝাড়খণ্ড

5. বেনিলির নালী কোথায় থাকে ?

পিত্তরসে
ডিম্বাশয়ে
অগ্নাশয়ে
বৃক্কে

6. সম্প্রতি ড্রোনের ব্যবহার, বিক্রি ব্যান করলো কোন রাজ্য সরকার ?

তেলেঙ্গানা
দিল্লী
উত্তরপ্রদেশ
জম্মু-কাশ্মীর

7. ভারতের জাতীয় সংগীত গাইবার সময়সীমা কত ?

৫০সেকেন্ড
৫২সেকেন্ড
৫৪সেকেন্ড
৫৫সেকেন্ড

8. সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়সসীমা কত ?

৬২ বছর
৬৫ বছর
৬৭ বছর
৭৫ বছর

9. টায়ালিন উৎসেচক কোথায় পাওয়া যায় ?

লালারসে
পিত্তরসে
পিত্তথলিতে
পাকরসে

10. বর্তমানে গ্রাম পঞ্চায়েতে কার্যকালের মেয়াদ কত ?

৫ বছর
৬ বছর
৭ বছর
৪ বছর

11. ভারত ও চিনের মধ্যে আন্তর্জাতিক সীমারেখার নাম কি ?

রেডক্লিফ রেখা
৩৮- সমান্তর রেখা
ডুরান্ড রেখা
ম‍্যাকমোহন রেখা

12. শাকসবজি সবুজ রাখতে কি ব‍্যবহার করা হয় ?

কপার সালফেট
ম‍্যাগনেসিয়াম সালফেট
অ্যামোনিয়াম সালফেট
জিঙ্ক সালফেট

13. রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে ?

প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি
মুখ্যমন্ত্রী
হাইকোর্টের প্রধান বিচারপতি

14. কৃষ্ণনগর কোন নদীর তীরে অবস্থিত ?

দামোদর
ভাগীরথী
জলঙ্গী
অজয়

15. "India To The Rescue" শিরোনামে যৌথভাবে বই লিখলেন কারা ?

সম্পত চৌধুরী ও তাহিরা খান
কবিতা সেন ও সুবর্ণ দাস
গঙ্গাধর ব্যানার্জি ও দোলা ব্যানার্জি
সুশান্ত সিং ও শ্রুতি রাও